‘উসকানিমূলক’ বার্তা প্রদর্শন করায় ইসরায়েলি ফুটবলার আটক
গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ফ্রান্স-জার্মানির বেশকিছু ক্লাব মুসলিম ফুটবলারদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়। জার্মান ক্লাব মেইনজ তো ডাচ ফুটবলার আনোয়ার এল গাজীর সঙ্গে ক্লাবের চুক্তিও বাতিল করে। তবে ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলা ইসরায়েলি ফুটবলাররা দেশটির আগ্রাসী কর্মকাণ্ড সমর্থন করলেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। তবে তুরস্কে ঘটেছে এর ব্যত্যয়। গোল উদযাপনের সময় ইসরায়েলের সমর্থনে প্রতীক ব্যবহার করায় ইসরায়েলি ফুটবলার সাগিভ জেহেজকেলকে আটক করেছে তুর্কি পুলিশ।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিআরটি হেবারের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, তুর্কি সুপার লিগে আন্তালিয়াসপোরের জার্সিতে ত্রাবজোন্সপোরের বিপক্ষে ম্যাচের ৬৮তম মিনিটে গোল করেন সাগিভ। গোল উদযাপনের সময় ক্যামেরার সামনে নিজের বাঁ হাতের কব্জিতে বাঁধা ব্যান্ডেজ দেখান জেহেসকেল। ব্যান্ডেজে লেখা ছিল ‘একশ দিন। ০৭/১০’। এছাড়াও ব্যান্ডেজে ছিল ইহুদিদের প্রতীক হিসেবে ব্যবহৃত তারকা চিহ্ন।
সাগিভের বিরুদ্ধে আনাতোলিয়ার শীর্ষ কৌঁসুলির দপ্তর তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তুরস্কের বিচারমন্ত্রী। তাকে আনুষ্ঠানিকভাবে আটক দেখানো হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে কৌঁসুলির দপ্তর। তুর্কি সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া একটি পুলিশ প্রতিবেদনে জেহেজকেলকে আত্মপক্ষ সমর্থন করতে দেখা যায়।
পুরলিশ প্রতিবেদনে জেহেজকেল বলেন, ‘আমি কাউকে উস্কে দেয়ার জন্য কিছু করিনি। আমি চাই এই যুদ্ধ শেষ হোক। এজন্যই আমি সে প্রতীক দেখিয়েছিলাম।’
গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই ফিলিস্তিনের পাশে রয়েছে তুরস্ক। ফিলিস্তিনের ভূখণ্ডে নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালানো ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।