মাদ্রিদ ‘ডার্বি’তে এবার আতলেতিকোর জয়
‘এল ক্লাসিকো’। স্পেন ক্লাব ফুটবলে এক মহারণের নাম। সেটিকে পুরোদস্তুর টেক্কা দিয়ে যেন এগোচ্ছে আরও এক মহারণ ‘মাদ্রিদ ডার্বি’। সেখানে আতলেতিকো মাদ্রিদের কাছে আরও একবার ধরাশায়ী রিয়াল মাদ্রিদ।
চলতি মৌসুমে মাঠের সময়টা বেশ ভালো পার করছিল রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১তম অপরাজিত ম্যাচে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে কার্লো আনচেলত্তির দল। সেখানে সেমির ম্যাচে আতলেতিকোকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বেলিংহাম-মদ্রিচরা। এবার কোপা দেল রের শেষ ষোলোতে তাদের কাছেই থামল টুর্নামেন্টের গেল আসরের চ্যাম্পিয়নরা। এতে ৪-২ গোলের জয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিল আতলেতিকো।
লা লিগায় অর্ধেক মৌসুম শেষে কেবল একটি হারের মুখ দেখেছে রিয়াল। গত সেপ্টেম্বরে সেটি ছিল এই আতলেতিকোর বিপক্ষে। চার মাস পরে এসে সেই দিয়োগো সিমিওনের দলের হাতে ২১ ম্যাচের অপরাজিত যাত্রা থামল আনচেলত্তির দলের। ম্যাচের মূল ৯০ মিনিটে আক্রমণ-পাল্টা আক্রমণের উত্তাপ ছড়িয়ে ২-২ সমতায় থাকে দুই দল। তবে অতিরিক্ত সময়ে যেন একক রাজত্ব করে আতলেতিকো এবং সেখানেই গড়ে দেয় দ্বিগুণ ব্যবধান।
বৃহস্পতিবার আতলেতিকোর মাঠে ৩৯তম মিনিটে সামুয়েল লিনোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের জালেই বড় জড়িয়ে ফেলেন গোলরক্ষক ইয়ান ওবলাক। এতে সমতায় ফেরে রিয়াল।
সেটি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি স্বাগতিকরা। ৫৭তম মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতার গোলে ফের এগিয়ে যায় সিমিওনের দল। সেখান থেকে ম্যাচ শেষের আট মিনিট বাকি থাকতে সমতায় ফেরে সফরকারীরা। বেলিংহামের দারুণ ক্রসে হেড দিয়ে সমতাসূচক গোলটি করেন হোসেলু।
৯০ মিনিট শেষে ২-২ সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে এবার স্বাগতিকদের একক আধিপত্য দেখে রিয়াল। ১০০তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন অঁতোয়ান গ্রিজমান। তার মিনিট আটেক পর আরও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আরেক স্প্যানিশ ফরোয়ার্ড রদ্রিগো রিকেলমে। এবং নিশ্চিত জয়ের আনন্দে মাতে নগর প্রতিদ্বন্দ্বী দলটি।