আবারও মেসি-সুয়ারেজ জুটি, তবে জিততে পারেনি মায়ামি
প্রায় সাড়ে তিন বছর পর আবারও একই দলের হয়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তাই ম্যাচটি সাধারণ একটি প্রীতি ম্যাচ হলেও দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। বার্সেলোনার পুরনো সতীর্থ মেসি-সুয়ারেজ-বুস্কেটস-আলবাকে আরও একবার একত্রে মাঠে দেখার আশাটা যেন পূরণ হলো কাতালান ক্লাবটির সমর্থকদের।
স্বাগতিক সালভাদরের সঙ্গে ম্যাচটি জেতার প্রত্যাশা নিয়েই নেমেছিল ইন্টার মায়ামি। বার্সেলোনার স্বর্ণযুগ ধরা হয় যেই সময়টাকে, সেই স্কোয়াডের অন্যতম চারজন খেলোয়াড়ই এখন খেলছেন মায়ামির হয়ে। তাই সমর্থকদের জয় প্রত্যাশা করাটাই ছিল স্বাভাবিক। কিন্তু কাঙ্ক্ষিত জয়ের দেখা পায়নি মেসির দল।
সালভাদরের মাঠে খেলা হলেও দর্শকদের মধ্যে ইন্টার মায়ামির সমর্থকদের সংখ্যাই ছিল বেশি। মেসির পায়ে বল যেতেই উল্লাসে মেতে উঠছিল পুরো গ্যালারি। দারুণ কিছু সুযোগ কাজে লাগাতে পারেনি মেসিরা, নয়ত প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো ইন্টার মায়ামি।
বল পায়ে সুয়ারেজও এদিন নিজের যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিপক্ষের জালে বল ঢুকাতে ব্যর্থ হন তিনি। ম্যাচের শেষ ভাগে বিরোধে জড়ালে উত্তাপ ছড়ায় মাঠে। অবশেষে গোলশূণ্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল। মায়ামির খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাব দেখা গেছে বলে মনে করেন মায়ামি কোচ জেরার্দো মার্তিনো।