দুই ব্রাজিলিয়ানে আর্সেনালের গোল উৎসব
ঠিক ২০২২/২৩ মৌসুমটা যেন ফিরিয়ে এনেছিল আর্সেনাল। গেল মৌসুমের মতো লিগ মাঝে এবারও খেই হারিয়ে শীর্ষস্থান হাতছাড়া হয় দলটির। সঙ্গে তিন ম্যাচে জয়শূন্য। যার শেষ দুটিতেই হার। সেখান থেকে নিজেদের ট্র্যাকে আনতে জয়টা যেন অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল। সেই জয় এলো ঘরের মাঠে। সেখানে দুই ব্রাজিলিয়ান গাব্রিয়েল মাগালিয়াইস ও গাব্রিয়েল মার্তিনেল্লি নৈপুণ্যে রীতিমত গোল বন্যায় মাতে গানাররা। ম্যাচের যোগ করা সময়ে জোড়া গোলসহ ক্রিস্টাল প্যালেসকে ৫-০ গোলে উড়িয়েছে মিকেল আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। একাদশ মিনিটে ডেকলান রাইসের ক্রস থেকে দারুণ এক গোলে সূচনা এনে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাগালিয়াইস। পরের গোলেও আছেন তার অবদান। ৩৭তম মিনিটে বুকায়ো সাকার ক্রস থেকে ফের হেড করেন তিনি। তবে সেটি জালে জড়ায় বিপক্ষ দলের গোলরক্ষকের পায়ে লেগে। এই সুবাদে গোলটি বিবেচনা আত্মঘাতী হিসেবে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। সেখানেও অবদান আরেক ব্রাজিলিয়ানের। গাব্রিয়েল জেসুসের বাড়িয়ে দেওয়া বল থেকে ম্যাচের তৃতীয় গোলটি করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। এতে ৩-০ ব্যবধানের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ার পথে দুই দল। তবে ব্রাজিলিয়ান ষোলোকলা পূরণে যেন ছিল বাকি। এতে যোগ করা সময়ে দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করেন ফরোয়ার্ড মার্তিনেল্লি। এতে ম্যাচ শেষ হয় ৫-০ ব্যবধানে।
এ জয়ে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিনেই থাকলো আর্সেনাল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তাদের ছাড়িয়ে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।