রোনালদোর মতামতের তীব্র প্রতিবাদ জানালেন তারই সতীর্থ

রোনালদোর মতামতের তীব্র প্রতিবাদ জানালেন তারই সতীর্থ

ক্লাব ফুটবল জগতে ইউরোপের সেরা পাঁচটি লিগ হিসেব করলে তার মধ্যে অনায়াসেই জায়গা পাবে ফ্রেঞ্চ লিগ, যাকে আমরা লিগ ওয়ান বলে চিনি। বিশের অন্যতম দামি ক্লাব পিএসজি রয়েছে এই লিগেই। এমনকি প্রজন্মের সেরা খেলোয়াড়রাও খেলে গেছেন এই ক্লাবে, মেসি-নেইমারের মতো তারকারা খেলেছেন। বর্তমানে খেলছেন ফরাসি তারকা এমবাপে।

তবে সম্প্রতি এক অনুষ্ঠানে ফ্রেঞ্চ লিগকে সৌদি প্রো লিগের চেয়েও পিছিয়ে রেখে নিজের মতামত দিয়েছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকার বক্তব্যের তীব্র সমালোচনা করলেন আরেক ফুটবলার এমেরিক লাপোর্তে।

পুরস্কার নিতে গিয়ে ওই অনুষ্ঠানে রোনালদো বলেছেন, ‘অবশ্যই এই মুহূর্তে আমরা (সৌদি প্রো লিগ) ফ্রেঞ্চ লিগের চেয়ে ভালো অবস্থায় রয়েছি।’

গত মৌসুমে সৌদির ক্লাব আল নাসরে পাড়ি জমিয়েছেন রোনালদো। খুব স্বাভাবিক ভাবেই তার কাছে তার বর্তমান ক্লাব এবং লিগই বেশি পছন্দের হবে। কিন্তু রোনালদোর এই কথায় বেশ চটেছেন একের অধিক ফ্রেঞ্চ লিগে খেলা ফুটবলাররাই।

স্প্যানিশ এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রোনালদোর সতীর্থ লাপোর্তে অভিযোগ করে বলেছেন, ‘সৌদিতে ঠিকমতো যত্ন নেওয়া হয় না খেলোয়াড়দের। ইউরোপের তুলনায় এখানে পার্থক্যটা বড়, কিন্তু শেষ পর্যন্ত মানিয়ে নেওয়াটাই আসল ব্যাপার। তারা আমাদের জন্য বিষয়টি সহজ করে তোলেনি। এতে অনেক খেলোয়াড়ই আছে যারা অসন্তুষ্ট। তারা আমাদের যত্ন নেয়, কিন্তু আমার মতে তা যথেষ্ট নয়। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। অন্যদের অভিজ্ঞতা কেমন, তা জানি না।’

সম্পর্কিত খবর