ইতিহাস গড়ে এশিয়ান কাপের শেষ ষোলোয় ফিলিস্তিন
যুদ্ধবিধ্বস্ত দেশটি এবার ইতিহাস গড়ল ফুটবল মাঠে। প্রথমবারের মতো এশিয়া ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই 'এশিয়ান কাপের' নকআউট পর্বে উঠলো ফিলিস্তিন। সেখানে পৌঁছাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে দলটি।
গ্রুপ পর্বে শেষ ম্যাচে জয়ের পর তিন ম্যাচে ১ জয় ও ১ ড্র নিয়ে তালিকার তিনে থাকে ফিলিস্তিন। এতে আসরের নিয়ম অনুযায়ী তৃতীয় অবস্থানে থাকা চার দলের মধ্যে সেরা হওয়ায় শেষ ষোলোতে নিজেদের জায়গা করে নিয়েছে দলটি। এছাড়া গ্রুপ ‘সি’ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়ে পরের রাউন্ডে পৌঁছেছে ইরান ও সংযুক্ত আরব আমিরাত।
হংকংয়ের বিপক্ষে এই ম্যাচে একক আধিপত্য দেখিয়েছে ফিলিস্তিনের ফুটবলাররা। ম্যাচের ৬৮ শতাংশ বলই ছিল তাদের দখলে। ঐতিহাসিক এই জয়ের দিনে দলের হয়ে জোড়া গোল করেন ওদায় দাবাগ। ম্যাচের দ্বাদশ ও ৬০তম মিনিটে গোল করেছেন এই ফরোয়ার্ড।
এছাড়া ফিলিস্তিনের হয়ে আরও একটি গোল করেন জাইদ কুনবার। ৪৮তম মিনিটে আসে এই গোলটি। এদিকে, এশিয়ান ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো নকআউট পোঁছানো ছাড়াও এটি টুর্নামেন্টে ফিলিস্তিনির প্রথম জয়ও।