ঘরের মাঠে মেসির ম্যাচে দর্শক রোনালদো
সময়ের দুই সেরা ফুটবলার মেসি-রোনালদো। ইউরোপ ছেড়ে দুই আলাদা মহাদেশে পারি জমালেও তাদের দ্বৈরথটা এখনও বেশ টানে দর্শকদের। এই দুই ফুটবলারের ফের দেখা হওয়ার কথা ছিল এক প্রীতি ম্যাচে। আগামী ২ ফেব্রুয়ারি সৌদি আরবের কিংডম অ্যারেনায় দেখা হওয়ার কথা ছিল মেসির ইন্টার মিয়ামি ও রোনালদোর আল নাসরের। দুই তারকার মাঠের দ্বৈরথ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে ছিল বিশ্বের কোটি ফুটবল ভক্তরা। তবে শেষ পর্যন্ত বেশ হতাশই হতে হচ্ছে তাদের।
ম্যাচটি মাঠে গড়ালেও দেখা যাবে না মেসি-রোনালদো দ্বৈরথ। চোটের কারণে এই ম্যাচে মাঠে নামতে পারবেন না আল নাসর তারকা রোনালদোর। বিষয়টি আজ নিশ্চিত করেছে দলটির কোচ লুইস কাস্ত্রো। তিনি জানিয়ে দিয়েছেন এ দফায় দেখা হচ্ছে না মেসি-রোনালদোর।
রোনালদোর বিষয়ে আল-নাসরের বস লুইস কাস্ত্রো বলেন, ‘আমরা [রোনালদো-মেসি] দেখতে পাব না। রোনালদো তার পুনরুদ্ধারের চূড়ান্ত পর্যায়ে রয়েছে দলে যোগ দেওয়ার জন্য। আমরা আশা করি যে আগামী কয়েক দিনের মধ্যে তিনি দলের সাথে কাজ শুরু করতে পারবেন। তবে এই ম্যাচে তিনি খেলা থেকে অনুপস্থিত থাকবেন।’
এর আগে কদিন আগেই বাতিল হয় আল নাসরের চীন সফর। মূলত, দলটির তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর চোটের কারণেই বাতিল হয় সেই সফর। এরপর থেকেই শঙ্কা ছিল ২ ফেব্রুয়ারি ঘরের মাটিতে মেসির বিপক্ষে রোনালদোর মাঠে নামা নিয়ে। অবশেষে সেই শঙ্কায় সত্যি হয়েছে। চোট সারিয়ে মাঠে নামা হচ্ছে না রোনালদোর। যার ফলে স্বাভাবিকভাবেই দর্শক আগ্রহে ভাটা পড়বে। কেননা, এই দুই দলের লড়াইয়ের থেকেও দর্শকদের আগ্রহ ছিল মেসি-রোনালদো দ্বৈরথ নিয়ে।