চেলসিকে ধসিয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল
ঘরের মাঠে চেলসিকে নিয়ে ছেলেখেলায় মাতল লিভারপুল। অ্যানফিল্ডে ৪-১ গোলে ব্লুজদের ধসিয়ে লিগ টেবিলের শীর্ষে আবারও পাঁচ পয়েন্টের লিড পেয়েছে অলরেডরা।
প্রিমিয়ার লিগে এই মৌসুমে দুই দলের মাঝে ফারাকটা দৃশ্যমান। যেখানে শিরোপার দৌড়ে ম্যানচেস্টার সিটিকে টেক্কা দিয়ে এখন টেবিলের শীর্ষে লিভারপুল, সেখানে মৌসুমের অর্ধেকটা পেরিয়ে গেলেও এখনো মিড টেবিলে ঘুরপাক খাচ্ছে চেলসি।
গত রাতে অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই শক্তির পার্থক্যটা আরও পরিস্কার হয়ে উঠল। শুরুর দিকেই লিভারপুল ফরোয়ার্ড দারউইন নুনিয়েসের শট দুইবার পোস্টে লেগে ফিরে আসে। তবে ২৩ মিনিটে কনর ব্র্যাডলির পাস ধরে প্রথম চেলসির গোলমুখ উন্মুক্ত করেন দিয়োগো জোতা।
৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্রথম গোলের কারিগর ব্র্যাডলি। নিয়মিত ফুলব্যাক ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের বদলি হিসেবে খেলতে নেমে আলো ছড়িয়েছেন এই ২০ বছর বয়সী তরুণ। চেলসির বিপক্ষে গোল করার পাশাপাশি দুটি গোল বানিয়েও দিয়েছেন।
নুনিয়েস পেনাল্টি মিস না করলে ৩-০ গোলের লিড নিয়েই বিরতিতে যেতে পারত লিভারপুল। সেটা না হলেও তৃতীয় গোলের জন্য তাদের অপেক্ষা দীর্ঘ হয়নি। ৬৫ মিনিটে ব্র্যাডলির ক্রসে মাথা ছুঁইয়ে লিভারপুলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন মিডফিল্ডার দমিনিক সবোজলাই।
দ্বিতীয়ার্ধের শুরুর পরপরই অবশ্য ম্যাচে ফেরার দারুণ একটা সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু লিভারপুল গোলরক্ষক অ্যালিসনকজে একা পেয়েও জালে বল পাঠাতে ব্যর্থ হন দলটির ইউক্রেনিয়ান ফরোয়ার্ড মিখাইলো মুদ্রিক।
তৃতীয় গোল হজমের পর অবশ্য ক্রিস্তোফার এনকুনকুর দারুণ ফিনিশিংয়ের সুবাদে একটা গোল শোধ দেয় চেলসি। কিন্তু ৭৯ লুইস দিয়াস আরও একবার চেলসির জাল কাঁপালে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।
এই জয়ে ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে লিভারপুল। ২১ এবং ২২ ম্যাচ খেলে সমান ৪৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই এবং তিনে রয়েছে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল।