ভিতর রকের প্রথম গোলে বার্সেলোনার জয়
কোচ জাভি মৌসুম শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। মৌসুমে কোনো টুর্নামেন্টেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছে না বার্সেলোনা। এমন অবস্থায় দলের আত্মবিশ্বাসের জন্য একটা জয় খুব করেই প্রয়োজন ছিল কাতালান ক্লাবটির। ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রকের ক্লাবের হয়ে প্রথম গোলে গত রাতে ওসাসুনার বিপক্ষে সে জয়টাই পেল তারা।
এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিসে অবশ্য শুরুতেই চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সেলোনা ফরোয়ার্ড ফেরান তোরেস। ম্যাচের পঞ্চম মিনিটে অশ্রুসিক্ত হয়ে মাঠ ছাড়েন এই স্প্যানিয়ার্ড। তবে সে ধাক্কার পরও ম্যাচে দাপট দেখিয়েছে বার্সা। কর্নার থেকে দুইবার গোল করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু দুইবারই বল লক্ষ্যে রাখতে পারেননি জুলস কুন্দে।
অবশেষে বার্সার গোলের অপেক্ষা ফুরায় বদলি হিসেবে ভিতর রকে মাঠে নামার পর। ৬৩ মিনিটে জোয়াও কানসেলোর বুটের বাইরের অংশ দিয়ে করা ক্রসে মাথা ছুঁইয়ে বার্সার জয়সূচক গোলটি করেন রকে। বার্সার সিনিয়র দলের হয়ে এটাই তার প্রথম গোল। গত জুলাইয়ে ব্রাজিলিয়ান ক্লাব আতলেতিকো পারানেন্স থেকে তাকে দলে টানে কাতালান ক্লাবটি।
ওসাসুনার বিপক্ষে ১-০ গোলের এই জয়ে ৪৭ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বার্সেলোনা। শীর্ষে থাকা জিরোনা এখনো তাদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে।