১০০০তম ম্যাচে বছরের প্রথম গোল রোনালদোর
বয়সটা সদ্যই পূর্ণ করেছেন ৩৯। তবে বুড়ো বয়সে যেন পায়ের ধার নতুন করে ফিরে পেয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৩ সালে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর ও জাতীয় দল মিলিয়ে করেন ৫৪ গোল। যা গোটা ফুটবল বিশ্বে গত বছরের সর্বোচ্চ।
তবে চোটের কারণে চলতি বছরের গোলের সূচনায় অপেক্ষা করতে হলো দেড় মাস। তবে এই দেরিতেও অবশ্য গড়লেন অনন্য এক রেকর্ড। এএফসি চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর লড়াইয়ে আল ফাইহার বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি ছিল ক্লাব ক্যারিয়ারে রোনালদোর হাজারতম ম্যাচ। সেই মাইলফলকের ম্যাচে বছর প্রথম গোলটি করলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
এছাড়া এটি ছিল আই ফাইহার বিপক্ষে রোনালদোর প্রথম গোল। তার ৮১তম মিনিটে করা গোলেই ১-০ ব্যবধানের জয় পেয়েছে আল নাসর।
স্পোর্টিং সিপি থেকে শুরু করে আল নাসর পর্যন্ত মোট পাঁচটি ক্লাবের সিনিয়র দলের হয়ে এই ১০০০টি ম্যাচ খেললেন রোনালদো। এর মধ্যে সর্বোচ্চ ৪৩৮ ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন মোট ৩৪৬টি ম্যাচ। এবং বর্তমানে আল নাসরের হয়ে খেলে ফেলেছেন ৫১টি ম্যাচ।
এই ১০০০ ম্যাচে মোট ৭৪৬টি গোল করেছেন সিআরসেভেন। এখানেও সর্বোচ্চটা রিয়ালের হয়েই। ৯ মৌসুমে মোটে সাড়ে চারশ’বার জালে বল জড়িয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম এই মহাতারকা।