৯ দিন পর ট্রফি পেল বাংলাদেশ

৯ দিন পর ট্রফি পেল বাংলাদেশ

অনূর্ধ্ব ১৯ সাফের ফাইনালে কি কাণ্ডটাই না হয়ে গেল! ১-১ গোলে ড্রয়ের পর পেনাল্টি শ্যুটআউটও ভাঙতে পারল না বাংলাদেশ আর ভারতের সমতা। এরপর টস কাণ্ড হলো, সেখানে টস জিতে শিরোপার আনন্দে মেতে ওঠে ভারত। ম্যাচ কমিশনার বাংলাদেশের আপত্তির মুখে সিদ্ধান্ত বাতিল করেন। এরপর আরও কয়েক প্রস্থ নাটকের পর বাংলাদেশ আর ভারত দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। 

ঘটনাটা ৯ ফেব্রুয়ারির। তার পর থেকে একে একে পেরিয়ে গেছে এক সপ্তাহেরও বেশি সময়। এরপর এসে শিরোপাটা হাতে পেল বাংলাদেশ। যে শিরোপা কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে হাজির ছিল, সে শিরোপা আর মেডেল যে ভারতই নিয়ে গেছে!

ঘোষণাটা সেদিনই দেওয়া হয়ে গিয়েছিল, বাংলাদেশের শিরোপা আর মেডেলগুলো বকেয়া থাকছে, পরে দেওয়া হবে। সে বকেয়া শিরোপাটা স্বাগতিকরা পেল আজ, ৯ দিন পর। সাফের পক্ষ থেকে আরও আগেই অবশ্য শিরোপা আর পদকগুলো বাফুফেকে দেওয়ার কথা বলা হয়েছিল। বাফুফে একটা অনুষ্ঠানের মাধ্যমে দিতে চাইছিল বলে এই দেরিটা হলো। 

তবে এই দেরি হওয়ার ফলে কমে গেছে শিরোপা নিতে আসা মেয়েদের উপস্থিতি। দলের বেশিরভাগই এবার এসএসসি পরীক্ষার্থী। তারা পরীক্ষায় ব্যস্ত, তাই ১৩ জন এসে হাজির হতে পারলেন পুরস্কার নিতে। 

সম্পর্কিত খবর