রেকর্ড ছড়াছড়ির দিনে হয়লুন্দের জোড়া গোল

রেকর্ড ছড়াছড়ির দিনে হয়লুন্দের জোড়া গোল

ক্লাব খুব আশা নিয়ে তাকে চড়া মূল্যে দলে ভিড়িয়েছিল। লিগের প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির হাল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে অনেকে মনে করছিল তাকে। দুইজনের পজিশনও একই, স্ট্রাইকার। তবে ফর্ম আর পারফরম্যান্স বিবেচনায় দুজনের মাঝে রয়েছে বিস্তর পার্থক্য।

সিটির হয়ে হাল্যান্ড যখন প্রতি ম্যাচে গোলের পর গোল করে যাচ্ছেন, সেসময় লিগের প্রথম ১৪ ম্যাচে একবারও গোলের দেখা পাননি ডেনমার্কের রাসমুস হয়লুন্দ।

তবে এবার তিনিই টানা ৬ ম্যাচে গোল করে রেকর্ডের খাতায় নিজের নাম লেখালেন। গতকাল তার জোড়া গোলের দিনে লুটন টাউনকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে কম ২১ বছর ১৪ দিন বয়সে টানা ৬ ম্যাচে গোলের কীর্তি গড়েছেন হয়লুন্দ। এর মাধ্যমে তিনি নিউক্যাসল ইউনাইটেডের জো উইলককের রেকর্ডটি ভেঙেছেন। ইংলিশ মিডফিল্ডার উইলকক ২০২০–২১ মৌসুমে নিউক্যাসলের হয়ে টানা ৬ ম্যাচে গোল করেছিলেন। সে সময় তাঁর বয়স ছিল ২১ বছর ২৭২ দিন।

লুটন টাউনের বিপক্ষে ৩৭ সেকেন্ডে করা হয়লুন্দের এই গোলটা প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রতিপক্ষের মাঠে ইউনাইটেডের সবচেয়ে কম সময়ে করা গোল। ম্যাচের ৭ম মিনিটেই নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন তিনি। এতে আরও একটি রেকর্ডের দেখা পায় তার ক্লাব। লিগের ম্যাচে এর আগে কখনও এত কম সময়ে প্রতিপক্ষের মাঠে ২ গোলে এগিয়ে যায়নি ইউনাইটেড।

সম্পর্কিত খবর