সৌদিতে নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে রোনালদো
সৌদিতে বল পায়ে দারুণ সময় কাটাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গত বছরে ব্যক্তিগত খাতা গোলের বন্যায় ভাসিয়ে করেছেন রেকর্ডও। চোটের কারণে চলতি বছরে প্রায় এক মাস পর মাঠে নামলেও গোলের দেখা পাচ্ছিলেন নিয়মিত। তবে তা আপাতত এক ম্যাচের জন্য থাকতে চলেছে বন্ধ! সম্প্রতি গোল সেলিব্রেশনের সময় দর্শকদের প্রতি বাজে অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় সাবেক এই রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডকে। এবার পড়তে হলো নিষেধাজ্ঞাতেও।
সেই অঙ্গভঙ্গির দায়ে সৌদি প্রো লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রোনালদো। সঙ্গে জরিমানা হিসেবে ৩০ হাজার সৌদি রিয়ালও গুনতে হচ্ছে এই ফরোয়ার্ডকে।
গতকাল (বুধবার) রোনালদোর নিষেধাজ্ঞা ও জরিমানা বিষয়ক এই রায় শুনিয়েছে সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি। জরিমানার ১০ হাজার রিয়াল দিতে হবে সৌদি ফুটবল ফেডারেশনকে। এবং বাকি ২০ হাজার অভিযোগ দায়েরকৃত আল শাবাবকে।
এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সুযোগ রাখেনি ডিসিপ্লিনারি কমিটি। এতে নিশ্চিতভাবেই আল নাসরের পরের ম্যাচে দেখা মিলছে না সিআরসেভেনের। লিগে দলটির পরের ম্যাচ আজকেই, আল হাজমের বিপক্ষে।
গত রোববার আল শাবাবের বিপক্ষে ম্যাচে শাবাবের এক দল দর্শক ‘মেসি মেসি’ শব্দে আওয়াজ তুললে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে পড়েন রোনালদো এবং তাদের দিকে উদ্দেশ্য করে বাজে অঙ্গভঙ্গি করেন। সৌদি আরবের সংবাদমাধ্যম আর-রিয়াদিয়ার সূত্রমতে, সেদিনের ঘটনা বিষয়ে রোনালদোর কাছে ব্যাখ্যা চেয়েছিল সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি। সেখানে রোনালদো জানান, তিনি যা করেছেন, তা ইউরোপীয় ফুটবলে খুবই সাধারণ বিষয়। তিনি কোনো দৃষ্টিকটু আচরণ করেননি। সব ক্লাব ও তাদের খেলোয়াড়দয়ের প্রতিই তার পূর্ণ শ্রদ্ধা আছে বলেও জানিয়েছেন।