এফএ কাপের শেষ আটে মুখোমুখি লিভারপুল-ম্যান ইউ 

এফএ কাপের শেষ আটে মুখোমুখি লিভারপুল-ম্যান ইউ 

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ সময় পার করছিল লিগটির ইতিহাসের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে টানা চার জয়ের পর ফুলহ্যামের কাছে হেরে কিছুটা ট্র্যাক হারিয়ে বসে রেড ডেভিল খ্যাত দলটি। সেই ছন্দ ফিরে পেতে অবশ্য খুব একটা দেরি করেনি এরিক টেন হাগের দল। 

এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর শেষ মুহূর্তের একমাত্র গোলে নটিংহাম ফরেস্টকে ১-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে পৌঁছেছে ইউনাইটেড। 

সেই ম্যাচের কিছুক্ষণ পর প্রতিযোগিতাটির আরেক ম্যাচে সাউদাম্পটনকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। শেষ আটে জায়গা করে নেওয়া এই দুই দল এবার লড়বে সেমিতে ওঠার লড়াইয়ে। এবং এবারের আসরে কোয়ার্টার ফাইনালে সবচেয়ে বড় ম্যাচও হতে চলেছে এটি। আগামী ১৬ মার্চ ওল্ড ট্রাফোর্ডে হবে ম্যাচটি। 

এদিকে শেষ আটের বাকি তিন ম্যাচে লিগের বড় দলগুলো পেয়েছে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ। গতকাল আরেক ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়েছে চেলসি। শেষ আটে তাদের ম্যাচ লেস্টার সিটির বিপক্ষে। এদিকে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির ম্যাচ নিউক্যাসলের বিপক্ষে। এবং চতুর্থ ম্যাচটি উল্ভস ও কভেন্ট্রি সিটির মধ্যকার।

সম্পর্কিত খবর