খেলায় নেই, তবু জামালে আস্থা কাবরেরার

খেলায় নেই, তবু জামালে আস্থা কাবরেরার

গেল আগস্টে জামাল ভূঁইয়াকে ঘটা করে দলে ভিড়িয়েছিল আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়ো। তবে সেখানে গিয়ে বাংলাদেশ অধিনায়ক খেলতে পেরেছেন সামান্যই। শেষ চার মাস ধরে নেই কোনো প্রতিযোগিতামূলক খেলায়। কোচ হাভিয়ের কাবরেরা এরপরও অবশ্য আস্থা রাখলেন জামালের ওপরই। 

গত ৩০ অক্টোবর জার্মিনালের বিপক্ষে শেষ ম্যাচটা খেলেছিল জামালের দল সোল দে মায়ো। এরপর থেকেই জামাল আছেন প্রতিযোগিতামূলক খেলার বাইরে।

আর্জেন্টিনায় পাড়ি জমানোর আগেই তার ফর্ম ছিল পড়তির দিকে। যে কারণে গত বছর জাতীয় দলের ম্যাচে অনেক বারই দেখা গেছে খেলা শেষের আগেই তাকে তুলে নিচ্ছেন কোচ কাবরেরা। 

এরপর এবার দীর্ঘদিন ধরে তিনি আছেন খেলার বাইরে। এরপরও তাকে দলে ডেকেছেন কেন? এমন প্রশ্ন ধেয়ে গিয়েছিল কোচ কাবরেরার কাছে। তার জবাবে তিনি বলেন, ‘জামাল খেলার মধ্যে নেই, কারণ সে যে দেশে খেলে সেখানে এখন খেলা হচ্ছে না। এখন প্রাক মৌসুম চলছে ওখানে। সে এখন মৌসুমের ভিন্ন একটা সময়ে আছে। জামাল এখনও আমাদের দলকে অনেক কিছু দিতে পারে। সে অধিনায়ক, সে আমাদের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়। তাকে তালিকায় রাখতে আমাদের মনে কোনো সন্দেহই ছিল না।’

কাবরেরা জানালেন, জামাল খেলায় নেই বটে, কিন্তু নিয়মিত অনুশীলনে আছেন ঠিকই। সঙ্গে সঙ্গে ক্লাব সোল দে মায়োর হয়ে বেশ কিছু প্রীতি ম্যাচেও খেলেছেন তিনি, জানান স্প্যানিশ এই কোচ। তিনি বলেন, ‘তবে আমি জানি, সে সেখানে অনুশীলন করছে, সোল দে মায়োর হয়ে প্রীতি ম্যাচ খেলছে। আমরা জানি সে ফিট। শুধু প্রতিযোগিতামূলক ম্যাচের অভাব আছে তার, তার কারণ আর্জেন্টাইন লিগের বর্তমান সময়টা।’

খেলা শেষের আগেই অধিনায়কের উঠে যাওয়া আন্তর্জাতিক ফুটবলে সাধারণত দেখা যায় না। তবে বাংলাদেশের খেলায় গেল বছর তা হরহামেশাই দেখা গেছে। এই বিষয়েও প্রশ্নের মুখে পড়তে হয় কোচ কাবরেরাকে। সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মতে আর্মব্যান্ড পরাটা হচ্ছে একজন অধিনায়কের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কাজ। দলকে আপনি কীভাবে নেতৃত্ব দেবেন, মাঠে-মাঠের বাইরে... সেটা বেশি গুরুত্বপূর্ণ।’

সম্পর্কিত খবর