ইয়র্গেন ক্লপের লিভারপুলের ১০০০ গোল
নিজের বিদায়ী মৌসুমটি বেশ ভালোই কাটাচ্ছেন লিভারপুলের কোচ ইয়র্গেন ক্লপ। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রেখেছে তার দল। জয়ের ধারা অব্যহত রেখে লিগ শিরোপা উঁচিয়ে ধরবে লিভারপুল, এমনটাই আশা করে আছেন সমর্থকরা। এবার ক্লপ তার বর্ণাঢ্য ক্যারিয়ারে গড়লেন আরও একটি রেকর্ড।
সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ক্লপের অধীনে লিভারপুল এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করেছে। ২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের দায়িত্বে এসেছিলেন জার্মান এই কোচ। এরপর থেকেই সাফল্যের দেখা পেয়ে চলেছেন তিনি।
ক্লপের অধীনে লিভারপুলের হয়ে সবচেয়ে বেশি গোল পাওয়া তিন ফুটবলার হলেন মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও রবার্তো ফিরমিনো। ক্লপের প্রথম মৌসুমে ২০১৫–১৬ তে লিভারপুল গোল করেছিল ৮৭টি। কিন্তু ২০২১-২২ মৌসুমে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ক্লপের লিভারপুল মোট গোল করেছিল সর্বোচ্চ ১৪৭টি।
ক্লপের দাপটের সবচেয়ে বড় শিকার যে দলটি সেটি হলো আর্সেনাল। তাদের বিপক্ষে লিভারপুল মোট গোল করেছে ৫৫টি। ক্লপের লিভারপুলের বেশির ভাগ গোল এসেছে ফুটবলারদের ডান পা থেকে। সেই গোলসংখ্যাটি হলো ৪৬২। এছাড়া বাম পায়ের মাধ্যমে এসে ৩৪৩টি গোল।
লিভারপুলের সকল কোচদের মধ্যে তুলনা করলে ক্লপের ধারেকাছেও কেউ নেই। কারণ ১০০০ গোল আদায় করতে ক্লপের দলটির লেগেছে মোট ৪৭৬টি ম্যাচ। এর আগে বিল শাঙ্কলির লেগেছিল ৫৬১ ম্যাচ এবং টম ওয়াটসনের লেগেছিল ৫৮৭ ম্যাচ।