কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের শিরোপা যমুনার
‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল-২০২৪’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যমুনা টেলিভিশন। আজ শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে শ্বাসরুদ্ধকর ও তুমুল উত্তেজনা ছড়ানো ম্যাচে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যমুনা টেলিভিশন। বিজয়ী দলের আসাদুজ্জামান নূর বুলেট একমাত্র গোলটি করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।
চ্যাম্পিয়ন হয়ে যমুনা টেলিভিশন আকর্ষণীয় ট্রফির সঙ্গে নগদ ৩০ হাজার টাকা প্রাইজ মানি পেয়েছে। রানার্স আপ হয়ে ট্রফির সঙ্গে নগদ ১৫ হাজার টাকা প্রাইজ মানি পেয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের চীফ অপারেটিং অফিসার মালিক মোহাম্মদ সাঈদ। এ সময়ে বিএসজেএ’র সভাপতি এটি এম সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি উপস্থিত ছিলেন।
ফাইনালের আগে দুইটি সেমিফাইনাল ও অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে যমুনা টেলিভিশন ৫-০ গোলে হারায় দৈনিক যুগান্তরকে। ম্যাচ সেরা নির্বাচিত হন মেহেদী হাসান সোহেল। এছাড়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ড টাইব্রেকারে ২-১ গোলে ঢাকা ট্রিবিউনকে হারায়। এর আগে দুই দলের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাসান জামিলুর রহমান সৈকত ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন। তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও নির্বাচিত হয়েছেন। টুর্নামেন্টের ফেয়ার প্লেঅ্যাওয়ার্ড পেয়েছে ৭১ টেলিভিশন।