শীর্ষস্থান পুনরুদ্ধার করল আর্সেনাল

শীর্ষস্থান পুনরুদ্ধার করল আর্সেনাল

জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই। টানা আট ম্যাচে জয় তুলে নিয়ে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলকে টপকে লিগ পয়েন্ট টেবিলে ফের শীর্ষে উঠে এলো আর্সেনাল। শনিবার রাতে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে গানার্সরা।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এদিন শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে আর্সেনাল। ম্যাচের ১৯তম মিনিটে ডেক্লান রাইসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর কেউই।

বিরতির পর মাঠে নেমেই দলকে সমতায় ফেরান ইয়োনে উইসা। দুই দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়বে এমনটাই ধরে নিয়েছিলেন অনেকে। তবে ম্যাচে শেষভাগে ৮৬তম মিনিটে জয়সূচক গোলটি করেন জার্মান তরুণ ফরোয়ার্ড কাই হাভার্টজ। আর্সেনালের দুইটি গোলেই অ্যাসিস্ট করেছেন ইংলিশ ডিফেন্ডার বেন হোয়াইট।

আর্সেনালের এই জয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইটা আরও জমে উঠল। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তালিকার দুইয়ে নেমে গেছে লিভারপুল। লিভারপুলের চেয়েও ১ পয়েন্ট কম নিয়ে তিনে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। লিভারপুল ও সিটি উভয়েই ম্যাচ খেলেছে ২৭টি করে। আজ (রবিবার) রাত ৯.৪৫ টায় মুখোমুখি হবে এই দুই জায়ান্ট।

সম্পর্কিত খবর