শীর্ষস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ

শীর্ষস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ

লা লিগার ম্যাচে রবিবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লিগ পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান অক্ষত রাখল স্বাগতিকরা।

এদিন ম্যাচের ২১তম মিনিটে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিওর। বেশ কয়েকবার আক্রমণ পাল্টা-আক্রমণের পরও প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর কেউই।

বিরতির পর আক্রমণের ধার মজবুত করে খেলতে থাকে রিয়াল। তবে ব্যবধান বাড়াতে পারছিল না কার্লো আনচেলত্তির দল। ম্যাচের শেষভাগে যেয়ে পরপর দুটি ভুল করে বসে সেল্টা ভিগোর খেলোয়াড়রা। ৭৯তম মিনিটে ভিকেন্তে গুয়াইতা এবং ৮৮তম মিনিটে কার্লোস ডমিঙ্গগোজ আত্মঘাতী গোল দিয়ে বসেন। এতে জয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের। যোগ করা সময়ে দলের হয়ে হালি সম্পন্ন করেন আর্দা গুলার।

এই জয়ে ২৮ ম্যাচে ৬৯ পয়েন্টের সঙ্গে শীর্ষেই রইল রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে ৬২ পয়েন্টের সঙ্গে দ্বিতীয় স্থানে আছে জিরোনা এবং ৬১ পয়েন্ট বার্সেলোনার।

সম্পর্কিত খবর