রোনালদোকে ছাড়াই পর্তুগালের বড় জয়
নিজের জয়ের ধারা অব্যাহত রেখেই চলেছে রবার্তো মার্তিনেসের দল। তার অধীনে টানা ১১টি ম্যাচ জিতল পর্তুগাল। ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডেনকে ৫-২ গোলের ব্যবধানে হারিয়েছে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা।
তবে এদিন নিজেদের এবং বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নেমেছিল পর্তুগাল। তবুও তার অভাব যেন টের পেতে দেয়নি তারা।
শুরু থেকেই নিজেদের মাঠে দাপুটে খেলা দেখাতে থাকে পর্তুগাল। প্রথমার্ধেই তিন গোলের ব্যবধানে এগিয়ে যায় তারা। দলের হয়ে ২৪তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি আদায় করেন রাফায়েল লিও। ৩৩তম মিনিটে গোলের দেখা পান ম্যাথিউস নুনেস। বিরতির ঠিক আগ মুহুর্তে বার্নান্দো সিলভা সুইডেনের জালে বল প্রবেশ করান।
বিরতির পরেও আক্রমণের ধার মজবুত রাখে পর্তুগাল। ৫৭ এবং ৬১তম মিনিটে আরও দুটি গোল পায় পর্তুগাল। অপরদিকে সুইডেন মাত্র দুই গোল শোধ দিতে পারায় এদিন বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
আগামী মঙ্গলবার আরও একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্লোভেনিয়ার মাঠে খেলতে নামবে পর্তুগাল।