বাঁচামরার লড়াইয়ে যে দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

বাঁচামরার লড়াইয়ে যে দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

প্রথম ম্যাচ শেষ ১-১ গোলের ড্রয়ে। ফিরতি লেগে আজ মালদ্বীপকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। সুতোয় ঝুলছে কমপক্ষে ৬ টা ম্যাচ, যার টিকিট কাটতে হবে এই ম্যাচ জিতে। নিজেদের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ তাই চ্যালেঞ্জটা বেশ বড়সড়ই।

বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা আর অধিনায়ক জামাল ভূঁইয়া দুজনেই এ ম্যাচটাকে দেখছেন বাড়তি গুরুত্ব দিয়ে। জামাল তো মাইক্রোফোন হাতে নিয়েই বললেন, কালকের ম্যাচটা আমাদের বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।

তার কথা, ‘কালকের ম্যাচ হবে আমাদের জন্য ম্যাচ অব দ্য ইয়ার। বড় ম্যাচ, ফাইনাল অব দ্য ইয়ার। জিততে হবে যেভাবেই হোক।’ আগামীকাল সন্ধ্যা পৌনে ছয়টায় এ ম্যাচ।

বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের এই ম্যাচে আজ বাংলাদেশ একাদশে এনেছে এক পরিবর্তন। আগের লেগে সাদ উদ্দীনের গোলে দল নিশ্চিত করেছিল ড্রটা। সেই সাদ উদ্দীনকে আজ দলে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। আগের ম্যাচে শুরুর একাদশে থাকা ইসা ফয়সাল আছ ম্যাচটা শুরু করবেন বেঞ্চে বসে।

বাংলাদেশ একাদশ–
মিতুল মারমা;
শাকিল হোসেন, মো. হৃদয়, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী;
জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, সাদ উদ্দীন;
রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।

সম্পর্কিত খবর