মোহামেডানকে নিয়ে রেকর্ডের পাতায় রনি

মোহামেডানকে নিয়ে রেকর্ডের পাতায় রনি

আবু হায়দার রনি শেষ কিছু দিন যাই করছেন, রেকর্ড হয়ে যাচ্ছে যেন তাই। বিপিএলে সবচেয়ে কম বলে ৫ উইকেটের রেকর্ড গড়েছিলেন কিছু দিন আগে। এবার ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নেমেও নিজের নাম তুলে এনেছেন রেকর্ডের পাতায়, সঙ্গে যোগ হয়েছে তার দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামও।
আজ সকালে আবু হায়দার রনি গাজী টায়ার্সের বিপক্ষে ২০ রান খরচায় তুলে নেন ৭ উইকেট। এটিই যে তার ক্যারিয়ার-সেরা বোলিং, তা বলাই বাহুল্য। তার এমন তোপের মুখে পড়ে ৪০ রান তুলতেই অলআউট হয়ে গেছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। তাতেই দলের সঙ্গে নিজের নামটা রেকর্ডের তালিকায় তুলে এনেছেন রনি।
বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটে এখন রনির ৭-২০ বনে গেছে তৃতীয় সেরা বোলিং ফিগার। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ৮ উইকেট নেওয়ার নজির একবারই দেখা গিয়েছিল। ২০১৭-১৮ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপের ইয়াসিন আরাফাত ৮ উইকেট তুলে নিয়েছিলেন ৪০ রানে, সেটিই হয়ে আছে বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটের সেরা বোলিং।
দুইয়ে আছেন সাবেক স্পিনার ও বর্তমানে নির্বাচক আব্দুর রাজ্জাক। ২০০৪ সালে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ১৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।
আজ গাজী টায়ার্সকে মোহামেডান অলআউট করেছে ৪০ রান তুলতেই। বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটে যা তৃতীয় সর্বনিম্ন রান। সবচেয়ে কম রানে অলআউট হওয়ার নজির অবশ্য আজ থেকে ২২ বছর আগের। ২০০২ সালের ডিসেম্বরে জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের বিপক্ষে ৩০ রানে অলআউট হয়ে গিয়েছিলো চট্টগ্রাম বিভাগ।
দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ডে অবশ্য লেগে আছে ঢাকা প্রিমিয়ার লিগের নাম। ২০১৩ সালের আসরে ক্রিকেট কোচিং স্কুলকে ৩৫ রানে অলআউট করে শাহরিয়ার নাফিসের নেতৃত্বাধীন আবাহনী।

সম্পর্কিত খবর