রোনালদিনিও এখন বাংলাদেশে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশে এসে গিয়েছিলেন এই কিছু দিন আগে। এবার ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো রোনালদিনিওর পা পড়ল ঢাকায়। আজ বুধবার (১৮ অক্টোবর) বিকেল তিনটার পর কলকাতা সফর শেষে ঢাকায় আসেন তিনি।
বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে তিনি যান রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। সেখান থেকে তিনি সন্ধ্যা ৬টা ৩০মিনিটে দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।
এছাড়াও তিনি দেখা করবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুনের সঙ্গে। তাদের এ সাক্ষাৎ হবে হোটেল রেডিসনে।
সেখানে এক জাঁকালো অনুষ্ঠানে তিনি দেখা করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গেও। সে অনুষ্ঠানে পৃষ্ঠপোষক ব্রুভানার একটি স্পোর্টস ড্রিঙ্কও লঞ্চ করবেন তিনি।
বিশ্ব ফুটবলে রোনালদিনহোর জনপ্রিয়তা আকাশচুম্বী। অর্জনের শেষ নেই তার। ব্রাজিলের হয়ে জিতেছেন ২০০২ বিশ্বকাপ, বার্সেলোনাকে জিতিয়েছেন ২০০৫-০৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ, নিজেও ব্যালন ডি অর জিতেছেন একবার। ব্রাজিলের জার্সিতে ৯৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৩৩টি।