ফুলহ্যামকে হারিয়ে শিরোপার আরও কাছে লিভারপুল

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:০৫ পিএম | ২২ এপ্রিল, ২০২৪

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরে শিরোপার জন্য চলছে ত্রিমুখী লড়াই। আর্সেনাল, লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি একে অপরকে টেক্কা দিচ্ছে সমানে সমান। গতরাতে ফুলহ্যামের বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে বর্তমানে দ্বিতীয় স্থান দখল করে রাখল অল রেডরা।

এদিন ঘরের মাঠে শুরু থেকেই চাপে থাকে ফুলহ্যাম। লিভারপুলের একের পর এক আক্রমণে দিশেহারা ফুলহ্যামের ডিফেন্স লাইন প্রথম ভুলটি করে ৩২তম মিনিটে। ট্রেন্ট অ্যালেক্সান্ডার আরনল্ড লিভারপুলের হয়ে উদ্বোধনী গোলটি করেন।

বিরতি থেকে ফিরেই সমতায় ফেরে ফুলহ্যাম। তবে তার মিনিট পাঁচেক পরেই আবারও লিভারপুলকে এগিয়ে নেন রায়ান গ্রাভারবার্খ। এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরও মজবুত করে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ৭২তম মিনিটে গ্যাকপোর অ্যাসিস্ট থেকে দলের হয়ে ব্যবধান বাড়ান ডিয়েগো জোতা। ম্যাচের বাকি সময় কেউ আর কোনো গোলের দেখা না পাওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

এই জয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে এক ধাপ ওপরে উঠল লিভারপুল। ৩৩ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৪, সমপরিমাণ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্টের সঙ্গে তিনে আছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত কারা জয়ী হয় সেটি দেখতেই অপেক্ষায় আছে সমর্থকরা।

খেলার দুনিয়া | ফলো করুন :