প্রদর্শনী ম্যাচে গোল করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো
ফ্রান্সে এক প্রদর্শনী ফুটবল ম্যাচে এক দলে আছেন ইডেন হ্যাজার্ড, দিদিয়ের দ্রগবা এমনকি ফ্রান্সের জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম। বিপক্ষ দলে আর্সেনালের সাবেক কোচ আরসেন ওয়েঙ্গার, স্যামুয়েল ইতোর মতো সাবেক তারকারা। সেই দ্রগবা-দেশমদের দলের হয়ে আবার গোল করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। প্যারিস অলিম্পিককে সামনে রেখে গতকাল অনুষ্ঠিত হয়েছিল তারকাখচিত এই প্রদর্শনী ফুটবল ম্যাচ।
প্যারিসে হয়ে যাওয়া এই ম্যাচটিতে ম্যাক্রো গোলটি করেন পেনাল্টি থেকে। সেই ম্যাচে তার দল জেতে ৫-৩ ব্যবধানে। দুই দলে তারকা ফুটবলাররা ছাড়াও ছিলেন স্বাস্থ্যখাতের পেশাজীবীরা।
এই প্রদর্শনী ম্যাচটি মূলত হাসপাতালে অসুস্থ শিশুদের সাহায্যের জন্য। ম্যাচ শেষে নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে এক পোস্টে ম্যাক্রো লিখেন, ‘দুটি দল তবে লক্ষ্য একই: হাসপাতালে ভর্তি শিশু এবং কিশোর-কিশোরীদের দৈনন্দিন জীবনের উন্নতি করা।’
এর আগে ২০২১ সালেও এক প্রদর্শনী ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন ম্যাক্রো। উল্লেখ্য, আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিকের আসর।