ইউনাইটেডের হয়ে নামছেন না ব্রাজিলের কাসেমিরো
জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচটি খেলার সময় পায়ের গোড়ালিতে চোট পান দলের তারকা মিডফিল্ডার কাসেমিরো। তাই আজ রাতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না মধ্যমাঠের এই নিয়ন্ত্রকের।
শেফিল্ডের মাঠে খেলতে যাবে এরিক টেন হ্যাগের দল। আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে গত বৃহস্পতিবার অনুশীলন শুরু করেছে ইউনাইটেড, তবে সেখানে দেখা যায়নি কাসেমিরোকে।
ক্লাব কর্তৃপক্ষ জানায়, দেশের হয়ে খেলার সময় সামান্য চোট পান কাসেমিরো। দ্রুত সেরে ওঠার জন্য ক্লাবের পরামর্শে ব্রাজিলেই আছেন তিনি। আগামী সপ্তাহের শুরুতে ক্লাবে ফিরে কাসেমিরো অনুশীলন শুরু করতে পারে বলেও জানিয়েছে তারা।
এছাড়াও গত ৩ অক্টোবর গালাতাসাইয়ের বিপক্ষের ম্যাচে লাল কার্ড দেখার ফলে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনের বিপক্ষেও খেলতে পারবেন না কাসেমিরো।