প্রিমিয়ার লিগে সিটি-ইউনাইটেডের জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে নিজেদের নবম ম্যাচে খেলতে নামে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। উভয়েই যার যার প্রতিপক্ষের সঙ্গে ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে পেপ গুয়ার্দিওলার শিষ্যরা বেশ দাপটের সঙ্গেই খেলা শুরু করে। ৭ মিনিটে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার হুলিয়ান আলভারেজ ও ১৯ মিনিটে নরয়েজীয় আর্লিং হলান্ডের গোলে এগিয়ে যায় সিটি। ব্রাইটন ৭৩ মিনিটে একটি গোল শোধ করলেও হলান্ডদের রুখে দিতে পারেনি। ম্যাচের শেষ দিকে সিটির ডিফেন্ডার আকাঞ্জি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
অপরদিকে শেফিল্ড ইউনাইটেডের মাঠে নিজেদের সর্বোচ্চটাই প্রদর্শন করে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের হয়ে ২৮ মিনিটে স্কট ম্যাকটমিনে ও ৭৭ মিনিটে দিয়োগো দালত গোল করেন। এতে জয় নিশ্চিত হয় এরিক টেন হাগের দলের।
গতকাল (শনিবার) ম্যাচগুলোর পর লিগ পয়েন্ট টেবিলের ৮ম অবস্থানে রয়েছে ইউনাইটেড এবং ২১ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে ম্যান সিটি।