এগিয়ে থেকেও আর্সেনালকে দমাতে পারল না চেলসি
স্ট্যামফোর্ড ব্রিজে তুমুল লড়াইয়ের পর লন্ডন ডার্বির শেষটা হয়েছে ২-২ গোলের সমতায়। ঘরের মাঠে শুরুতে দাপট দেখিয়েও শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট ধরে রাখতে পারল না মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
আক্রমণাত্মক ফুটবলে আর্সেনালকে চাপে রেখে স্বাগতিকরা এগিয়ে যায় চতুর্দশ মিনিটেই। পেনাল্টি থেকে গোল আদায় করে দলকে এগিয়ে নেন কোল পামার। দ্বিতীয়ার্ধের শুরুতে ডি-বক্সের বাইরে থেকে আসাধারণ একটি চিপশটে ব্যবধান বাড়ান মিখাইলো মুড্রিক।
৭৭ মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান কমান ডেকলান রাইস। এরপর ম্যাচের শেষদিকে ৮৪ মিনিটে বুকায়ো সাকার অ্যাসিস্টে আর্সেনালকে সমতায় ফেরান লেয়ান্দ্রো ট্রোসার্ড। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় অবশেষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।
জয় আদায় করতে না পারায় শীর্ষে ফেরা হলো না মিকেল আর্তেতার দলের। তবে ২১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে দুই নম্বরে অবস্থান করছে দলটি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ১২ পয়েন্ট নিয়ে তালিকার ৯ম স্থানে আছে চেলসি।