বার্সাতেই থাকছেন জাভি?
মৌসুমের মাঝপথে কোচ জাভি এর্নান্দেজ জানিয়েছিলেন, বার্সেলোনাতে এটাই তার শেষ মৌসুম। কিন্তু মৌসুম শেষের আগেই সে সিদ্ধান্ত থেকে সরে থেকে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।
তবে মৌসুম শেষের আগে আরও একবার পরিস্থিতিটা বদলে গেছে। জাভিকে এখন আর কোচ হিসেবে রাখতে চাইছেন না বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা, জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম।
তবে সে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বার্সার কোচ। জানিয়েছেন তিনি এখনো ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার ব্যাপারে আত্মবিশ্বাসী।
শুক্রবার স্প্যানিশ একাধিক গণমাধ্যম বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই তাদের রিপোর্টে জানিয়েছে আগামী কিছুদিনের মধ্যেই জাভিকে ছাঁটাই করতে যাচ্ছে কাতালান জায়ান্টরা। কিন্তু জাভি জানিয়েছেন এ বিষয়ে বার্সেলোনা তাকে শান্ত থাকতে নির্দেশ দিয়েছে।
আজ রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলবে বার্সা। তার আগে সংবাদ সম্মেলনে জাভি কথা বলেছেন এ বিষয়ে। তিনি বলেন, ‘কোন রিপোর্ট নিয়ে আমি আগ্রহী নই। ক্লাব আমাকে শান্ত ও আত্মবিশ্বাসী থাকতে সাহস যুগিয়ে যাচ্ছে। আমার কাছে কোন কিছুই এখনো পরিবর্তিত হয়নি। আমরা সভাপতির সাথে পুরো বিষয় নিয়ে আলোচনা করেছি। সেখানে কোন কিছু হয়ে থাকলে সবাই জানতো। কিন্তু কার্যত তিন সপ্তাহ আগে যেমন ছিল সবকিছুই এখনো তেমনই আছে।’