ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুললেন ক্লপ, একদিনেই ফলোয়ার ১৪ লাখ
বিদায়বেলায় লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের নতুন শুরু। না তার পরবর্তী পেশাদার জীবনের কোনো শুরু নয়, ক্লপ শুরু করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন যাত্রা। লিভারপুলের বিদায়ের দুয়ারে এসে ইনস্টাগ্রামে খুললেন অ্যাকাউন্ট। এক দিনেই যেই অ্যাকাউন্টের ফলোয়ার ছাড়িয়েছে দেড় মিলিয়ন বা ১৫ লাখ।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অনেকটাই নিজেকে গুটিয়ে রেখেছিলেন ক্লপ। বছর চারেক আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন, এ বিষয়ে তিনি বেশ অজ্ঞ, এমনকি তার ইচ্ছেও নেই এগুলোর প্রতি। তবে শেষ পর্যন্ত ‘ইনভিসিবল’ যোগাযোগের এই দুনিয়ায় নাম লেখালেন তিনিও।
ক্লপের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ‘ক্লপো’। অ্যাকাউন্ট খোলার কয়েক ঘণ্টার মধ্যেই ফলোয়ার ছাড়িয়ে যায় এক মিলিয়ন। এখনো পুরো হয়নি একদিনও এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্লপের ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ।
এদিকে প্রিমিয়ার লিগে শেষ ম্যাচ ডে আজ। ঘরের মাঠে অল রেডদের ম্যাচ উল্ভসের বিপক্ষে। এই ম্যাচ দিয়েই ক্লপ বিদায় বলতে যাচ্ছেন লিভারপুলে তার প্রায় নয় বছরের ক্যারিয়ারকে। ফুটবল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য মতে, এখন পর্যন্ত লিভারপুলের হয়ে ৪৮৮ ম্যাচে দায়িত্ব পালন করেন এই জার্মান কোচ। অতএব, বিদায়বেলায় সংখ্যাটি দাঁড়াচ্ছে ৪৮৯-এ।