বায়ার্নের সাফল্য বার্সাতেও ফেরাতে চান ফ্লিক 

বায়ার্নের সাফল্য বার্সাতেও ফেরাতে চান ফ্লিক 

২০১৯ সালের ১ জুন বায়ার্নের সহকারী কোচ হয়ে আসেন হানসি ফ্লিক। তখন জার্মান ক্লাবটির প্রধান কোচ ছিলেন নিকো কোভাচ। তবে সেই বছরেই নভেম্বরের শুরুতে দুই পক্ষের সমঝোতায় কোভাচ ক্লাব ছাড়লে সহকারী কোচের পদ থেকে প্রধান কোচে উন্নীত হন ফ্লিক এবং তার অধীনে অনন্য কিছুর সাক্ষী হয় বায়ার্ন। 

সেই ২০১৯-২০ মৌসুমে বুন্দেসলিগা, জার্মান ক্লাব এবং চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ট্রেবল জিতেছিল বাভারিয়ানরা। এমনকি ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে সেই মৌসুমে ছয়টি শিরোপার সবগুলোই জিতেছিল তারা। বার্সেলোনার পর দ্বিতীয় দল হিসেবে এমন কীর্তি গড়ে বায়ার্ন। সেই ফ্লিক এখন বার্সার কোচ এবং কাতালান ক্লাবটিতেও তার বায়ার্নের সেই সাফল্য ফেরাতে চান তিনি। 

গত ২৪ মে জাভি হার্নান্দেজকে বরখাস্তের পর গতকাল আনুষ্ঠানিক ঘোষণায় ফ্লিকের হাতে দায়িত্ব দেয় বার্সা। ২০২১ সালে বায়ার্নের দায়িত্ব ছেড়ে জামানির ফুটবল দলের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ফ্লিক। তবে তার অধীনে খুব একটা ভালো সময় যায়নি জার্মানির। এতেই ২০২৩ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-১ ব্যবধানে হারের পর ফ্লিককে ছাঁটাই করে জার্মানি। এরপর থেকে প্রায় ৮ মাস কোচিংয়ের বাইরে ছিলেন তিনি এবং বার্সার দায়িত্ব নিয়ে ফিরতে যাচ্ছেন ডাগআউটে। 

জার্মানির সেই স্মৃতি এড়িয়ে বার্সায় বায়ার্নের মতো সাফল্য ফেরাতে মুখিয়ে আছে ফ্লিক। দায়িত্ব গ্রহণের পর বার্সা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অসাধারণ এই ক্লাবের হয়ে কাজ শুরু করার তর সইছে  না। এখানে আসার পর থেকে দেখেছি, সবাই এই ক্লাবটিকে ভালোবাসে এবং সাফল্যের জন্য তাদের সেরাটা দেয়। দলে অভিজ্ঞ ও প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের দারুণ মিশ্রণ। তবে আরও কাজ করতে হবে।’ 

এই মৌসুমটা বার্সা শেষ করেছে খালি হাতেই। স্প্যানিশ সুপার কাপের পর লিগ শিরোপাটাও রিয়ালের কাছে খুইয়েছে তারা। এতে সাফল্য ফেরানোর কাজটা সামনে মোটেও সহজ হবে না কাতালানদের। তবে ফ্লিক দেখালেন বড় স্বপ্নই। ‘বায়ার্ন মিউনিখের হয়ে আমি কয়েকটি শিরোপা জিতেছি। সেই সাফল্যের পথচলা বার্সেলোনাতেও অব্যাহত রাখতে চাই। একসঙ্গে আমরা অনেক কিছু অর্জন করতে পারি।’ 

 

সম্পর্কিত খবর