এমবাপে এখন রিয়ালের, আগামী সপ্তাহেই ঘোষণা

এমবাপে এখন রিয়ালের, আগামী সপ্তাহেই ঘোষণা

যাচ্ছি, যাব করে গত মৌসুমটা শেষমেশ পিএসজিতেই কাটাতে হয়েছে কিলিয়ান এমবাপেকে। এই মৌসুমে অবশ্য আগেভাগেই পিএসজির সঙ্গে বাধন ছিন্ন করেছেন এমবাপে। সুতরাং নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন এমবাপে এতটুকু নিশ্চিত। আর এমবাপের স্বপ্নের সেই ঠিকানাটা যে রিয়াল মাদ্রিদ তাও এক রকম নিশ্চিত।

এরপরও দল বদলের বাজারে শেষ খবর বলে কিছু নেই বলেই একটা শঙ্কা থাকেই। তবে দলবদলের আলোচিত সাংবাদিক ফাব্রিজিও রোমানো যখন কোনো ফুটবলারকে কোনো ক্লাবের বলে ঘোষণা দেন, তখন আর খুব বেশি দ্বিধা থাকে না। কেননা, দলবদলের বাজারে এমনই গ্রহণযোগ্যতা তৈরি করেছেন রোমানো। সেই ঘোষণা এবার এমবাপেকে নিয়ে দিয়েছেন ইতালির এই আলোচিত সাংবাদিক। জানিয়েছেন, এমবাপে এখন রিয়াল মাদ্রিদের ফুটবলার।

এমবাপের দলবদল নিয়ে রোমানো টুইটে লিখেছেন, ‘কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদের যাওয়ার পথে রয়েছেন। সব ডকুমেন্টস সাইন করা শেষ। চ্যাম্পিয়নস লিগ জয়ের পর আগামী সপ্তাহে এমবাপেকে নিজেদের ফুটবলার হিসেবে ঘোষণা দেবে রিয়াল মাদ্রিদ। এমবাপে এই সিদ্ধান্ত গত ফেব্রুয়ারিতেই নিয়েছেন। তাকে এখন রিয়ালের ফুটবলার হিসেবে বিবেচনা করা যায়।’

এমবাপে অবশ্য রিয়ালে আসছেন চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয়ের স্বাদ নিতেই। কেননা, বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে আজই রেকর্ড ১৫তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে রিয়াল। যার অর্ধেক চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের কীর্তিও নেই অন্য কোনো ক্লাবের। পিএসজিতে থেকে যেই অমৃতের স্বাদ কখনোই নেওয়া হয়নি এমবাপের। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে সেমিফাইনালে হারতে হয়েছে তাদের। আর এদিকে তার বর্তমান ক্লাব রিয়াল তাকে ছাড়াই উঁচিয়ে ধরেছে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। এখন এমবাপের লক্ষ্যটা হতে সেই শিরোপাটাকে আগামী মৌসুমেও নিজেদের কাছে রাখা। সেটি দেখার অপেক্ষায় এখন রিয়াল মাদ্রিদ সমর্থকরা।

সম্পর্কিত খবর