রোনালদোর জোড়া গোলে আল-নাসরের জয়
এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে আল-দুহাইলকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসর। ভালো ফর্মে থাকা রোনালদো পেয়েছেন দুই গোল ও একটি অ্যাসিস্ট।
ম্যাচের ২৪ মিনিটে ডি-বক্সের ভিতরে বিচক্ষণতার সাথে সতীর্থ টালিস্কাকে বল বাড়িয়ে দেন রোনালদো, কোনো ভুল না করে বল জালে জরান টালিস্কা। এরপর প্রথমার্ধ জুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণ হতে থাকলেও গোলের দেখা পায়নি কোনো দলই।
দ্বিতীয়ার্ধে রীতিমতো গোল উৎসব শুরু করে দুই দল। ৫৫ মিনিটে আল-নাসরের হয়ে ব্যবধান বাড়ান সাদিও মানে। ঠিক তার পরেই ৬০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বা’পায়ে দুর্দান্ত এক কার্ভ নিয়ে নিজের গোল আদায় করেন রোনালদো। জয় অনেকটাই নিশ্চিত হতে যায় তাঁর দলের।
কিন্তু ৬২ ও ৬৬ মিনিটে পরপর দুটি গোল পরিশোধ করে ম্যাচে ফিরে আসে আল-দুহাইলের খেলোয়াড়রা। ৮০ মিনিটে ক্রস থেকে আবারও বা’পায়েই অসাধারণ এক ভলিতে নিজের দ্বিতীয় গোলের দেখা পান পর্তুগিজ তারকা। ম্যাচের শেষদিকে মাইকেল অলুংগা আল-দুহাইলের হয়ে আরও একটি গোল করেন। কিন্তু পরাজয় স্বীকার করে নিয়েই অবশেষে মাঠ ছাড়তে হয় আল-দুহাইলকে।