ম্যাগুয়ের ম্যাজিকে ইউনাইটেডের জয়, বেলিংহ্যামে উড়ছে রিয়াল
ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ এফসি কোপেনহেগেন
মৌসুমের শুরু থেকেই দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না গোলকিপার আন্দ্রে ওনানা, হচ্ছিলেন সমালোচনার শিকার। ওদিকে ডিফেন্স লাইনে হ্যারি ম্যাগুয়ের তো প্রায় নিয়মিতই হচ্ছিলেন হাসির পাত্র, ইদানীং সামাজিক যোগাযোগামাধ্যমে ‘মিম’ হওয়াটাকে নিজের অভ্যাসে পরিণত করেছিলেন ম্যাগুয়ের। কিন্তু গতকাল চ্যাম্পিয়নস লিগে কোপেনহেগেনের ম্যাচে এই দুইজনের বদৌলতেই প্রথম জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ওল্ড ট্রাফোর্ডে গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে বেশ চাপেই ছিল এরিক টেন হাগের দল। ৭২ মিনিটে ক্রিস্টেন এরিকসেনের ক্রস থেকে হেড দিয়ে বল জালে জড়ান ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের। স্বস্তি পায় তাঁর দল, ম্যাচের বাকিটা সময় সেই লিড ধরে রাখার চেষ্টা চালাচ্ছিল ইউনাইটেড।
কিন্তু যোগ করা সময়ে (৯৫তম মিনিটে) ডি-বক্সের ভিতর ম্যাকটমিনে ফাউল করায় রেফারি ইউনাইটেডের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান। জর্ডান লারসনের শট আটকে দিয়ে ম্যাচের নায়ক হয়ে যান ইউনাইটেডের গোলকিপার ওনানা। এই গুরুত্বপূর্ণ গোলটি আটকে দেওয়ার ফলেই গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তাঁর দল। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ব্রাগা ১-২ রিয়াল মাদ্রিদ
মাদ্রিদে যাওয়ার পর থেকেই সুদিন চলছে ইংলিশ তারকা খেলোয়াড় জুড বেলিংহামের। তাঁর গোলের মাধ্যমেই গ্রুপ পর্বে নিজেদের টানা তৃতীয় ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়েই টেবিলের শীর্ষে আছে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা।
ব্রাগার মাঠে তাদের বিপক্ষে নেমেছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচ শুরুর ১৬ মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন ব্রাজিলের রদ্রিগো। এরপর প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর কেউ। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে ভিনিসিয়ুসের বাড়ানো বল নিয়ন্ত্রণে রেখে ঠাণ্ডা মাথায় জালে প্রবেশ করান বেলিংহ্যাম। প্রতি ম্যাচেই গোল পাচ্ছেন এই ইংলিশ মিডফিল্ডার। এছাড়াও ১৯৯৮ সালের ক্রিস্টিয়ান কারেম্বুর পর মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিজের প্রথম তিন ম্যাচেই গোল পেলেন বেলিংহ্যাম। এটি তাঁর ক্যারিয়ারের অনবদ্য একটি রেকর্ড।