হ্যালান্ডে উড়ছে সিটি, সেল্টিকে আটকাল আতলেটিকো

হ্যালান্ডে উড়ছে সিটি, সেল্টিকে আটকাল আতলেটিকো

বিএসসি ইয়ং বয়েস ১-৩ ম্যানচেস্টার সিটি

জয়ের ধারা অব্যাহত রাখা ও গোল সংখ্যা বাড়িয়ে নেওয়া দুটোই একসঙ্গে চালিয়ে যাচ্ছেন আর্লিং হ্যালান্ড। তাঁর জোড়া গোলে গ্রুপ পর্বে নিজেদের তিনটি ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

এদিন অবশ্য সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোল পায়নি গতবারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেড লক ভাঙেন সিটির ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি। ঠিক তার কিছুক্ষণ পরেই এডারসনকে বোকা বানিয়ে গোল পরিশোধ করেন মেসচাক এলিয়া। কিন্তু অপ্রতিরোধ্য সিটিকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি স্বাগতিকরা।

৬৭ মিনিটে পেনাল্টি থেকে এবং ৮৬ মিনিটে রুদ্রির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন গোলমেশিন খ্যাত হ্যালান্ড। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

সেল্টিক ২-২ আতলেটিকো মাদ্রিদ
সেল্টিক পার্কে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে আতলেটিকো মাদ্রিদকে। ম্যাচের শুরুতে ৪ মিনিটেই দলকে এগিয়ে নেন ফুরুহাশি। ২৫ মিনিটে সমতায় আনেন গ্রিজম্যান, পর মুহূর্তে তিনি আবার একটি পেনাল্টিও মিস করেন।

২৮ মিনিটে আবারো এগিয়ে যায় সেল্টিক। এরপর আতলেটিকো তাদের মারমুখী রূপে খেলা প্রদর্শন শুরু করে। পরপর তিনটি হলুদ কার্ডের দেখা পায় আতলেটিকোর খেলোয়াড়রা। ৫৩ মিনিটে আলভারো মোরাতা দলকে সমতায় ফেরান। ম্যাচের শেষ ভাগে যেয়ে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন রদ্রিগো ডি পল। ব্যবধান আর বাড়াতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল। ই-গ্রুপের দ্বিতীয় স্থানে আতলেটিকো আর তলানিতে রয়েছে সেল্টিক।

সম্পর্কিত খবর