লিভারপুলের গোল বন্যা
ইউরোপা লিগে গ্রুপ পর্বের ম্যাচে ঘরের মাঠে টুলুজকে ৫-১ গোলে উড়িয়ে দিলো ইংলিশ জায়ান্ট লিভারপুল। তিন ম্যাচের সবটিতে জিতে গ্রুপ-ই এর শীর্ষে আছে ইয়ূর্গেন ক্লপের শিষ্যরা।
ম্যাচ শুরুর ৯ মিনিটেই দলকে এগিয়ে দেন ডিয়োগো জোতা। ঠিক তার কিছুক্ষণ পর ১৬তম মিনিটেই টুলুজকে সমতায় ফেরান ডাচ ফরোয়ার্ড ডালিংগা। উভয় পক্ষই কয়েকটি সুযোগ তৈরি করে কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না।
৩০ মিনিটে ওয়াতারু এন্ডো ও ৩৪ মিনিটে ডারউইন নুনেজ গোল দিয়ে প্রথমার্ধে দলকে দুই গোলের ব্যবধানে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে লিভারপুলের গোল পিপাসা আরও তীব্র আকার ধারণ করে। একের পর এক আক্রমণ করে বিপক্ষের রক্ষণভাগকে ভেদ করে বের হয়ে যাচ্ছিলেন নুনেজ, জোতা, এলিওটরা। ৬৫ মিনিটে ডি-বক্সে বল পেয়ে গোলকিপারকে বোকা বানিয়ে নিজের একটি গোল আদায় করেন গ্রাভেনবার্ক।
৭০ মিনিটে গ্রাভেনবার্কের বদলি হিসেবে মাঠে নামেন লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহ। যোগ করা সময়ে (৯৩ মিনিটে) দলের হয়ে পঞ্চম গোলটি করে ষোলকলা পূর্ণ করেন এই মিশরীয়। খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স ও ঘরের মাঠের দাপট মিলিয়ে বিশাল ব্যবধানে জিতে অবশেষে মাঠ ছাড়ে স্বাগতিকরা।