বেলিংহামের ঝলকে রিয়ালের ক্লাসিকো জয়
রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে একের পর এক ঝলক দেখিয়েই চলেছেন ইংলিশ তারকা জুড বেলিংহাম। প্রতি ম্যাচে গোল করা টা যেন তার অভ্যাসেই পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতা রক্ষা করে গতকাল ফুটবল বিশ্বের অন্যতম বড় লড়াই ‘এল ক্লাসিকো’-তে দলকে জেতালেন তিনি। বার্সেলোনার মাঠে যেয়ে ২-১ গোলের জয় আদায় করে নিলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেন ইল্কায় গুন্দোয়ান। ৬ মিনিটেই বার্সার হয়ে নিজের প্রথম গোলটি করেন সাবেক এই ম্যানসিটির মধ্যমাঠের তারকা। দলীয় দাপটেই খেলতে থাকে শাভি এর্নান্দেসের দল।
দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ চালাতে থাকে মাদ্রিদের খেলোয়াড়েরা। ৬৮তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে আচমকা একটি দূরপাল্লার শটে বল জালে জড়ান বেলিংহাম। সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। সবাই যখন ম্যাচ ড্র হওয়া নিয়ে অনেকটাই নিশ্চিত, ঠিক তখনই যোগ করা সময়ে (৯২ মিনিটে) ডি-বক্সের ভিতর বল পেয়ে নিজের দ্বিতীয় সুযোগটিও কাজে লাগান বেলিংহাম। শেষ মুহুর্তের গোলে জিতে যায় তাঁর দল।
এই ম্যাচ হেরে ১১ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে এলো বার্সেলোনা। অপরপক্ষে সমপরিমাণ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ।