কোপা আমেরিকায় ফাইনালের আগে নেই অতিরিক্ত সময়
কোপা আমেরিকার নকআউট পর্ব শুরু আগামীকাল শুক্রবার থেকে। তার ঠিক আগে কোপা আমেরিকা কর্তৃপক্ষ মনে করিয়ে দিল তাদের নিয়ম।
আগামীকাল সকাল ৭টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামছে। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। প্রথম রাউন্ডে তাদের গ্রুপসঙ্গী কানাডা পরের কোয়ার্টার ফাইনালে খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে ডি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে আসা কলম্বিয়া মাঠে নামবে। তাদের সামনে প্রতিপক্ষ হিসেবে থাকবে পানামা।
ওদিকে এই পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে আগামী ৭ জুলাই মাঠে নামবে ব্রাজিল। সেদিন তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে আরেক ফেভারিট উরুগুয়ে।
নকআউট পদ্ধতির যে কোনো টুর্নামেন্টে নকআউট পর্বে নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে খেলা গড়ায় যোগ করা অতিরিক্ত সময়ে। কিন্তু কোপা আমেরিকা এই নিয়ম মেনে চলে না মোটেও। নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে খেলা সরাসরি টাইব্রেকারে চলে যায়। এমনটা গেল কোপা আমেরিকায় আর্জেন্টিনা-কলম্বিয়ার সেমিফাইনালেও দেখা গেছে।
এবারও ওই একই নিয়মেই হবে ফাইনালের আগ পর্যন্ত খেলা। শুধুমাত্র ১৫ জুলাইয়ের ফাইনালে থাকবে যোগ করা অতিরিক্ত সময়। তার আগ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৯০ মিনিটে অমীমাংসিত ম্যাচ সরাসরি যাবে পেনাল্টি শ্যুট আউটে।