২০২৬ পর্যন্ত ইউনাইটেডেই থাকছেন টেন হাগ

২০২৬ পর্যন্ত ইউনাইটেডেই থাকছেন টেন হাগ

সবশেষ মৌসুমটা একেবারেই ভালো যায়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগ শেষ করেছে দলটি ৮ নম্বর অবস্থানে থেকে। এই অবস্থায় ধারণা করা হচ্ছিল ব্যর্থতার দায়ে চাকরি হারাতে পারেন দলটির কোচ এরিক টেন হাগ। তবে সেটি তো হয়নি বরং এই ডাচ কোচের মেয়াদ বাড়িয়েছে রেড ডেভিলরা। ২০২৬ সাল পর্যন্ত ইউনাইটেডের সাফল্যের ভার টেন হাগের হাতে তুলে দিয়েছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।

টেন হাগ গত ২০২২ সালে তিন বছরের চুক্তিতে ইউনাইটেডে পা রাখেন। এসেই প্রথমে দল থেকে বাদ দেন দলের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে। যা নিয়ে সে সময় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। তবে এরপরও নিজের সিদ্ধান্তে স্থির থেকে দলকে সাফল্য এনে দিয়েছিলেন টেন হাগ। তার কারণে সে সময় ওল্ড ট্রাফোর্ড ছাড়তে বাধ্য হয়েছিল রোনালদো।

তার অধীনে সবশেষ মৌসুমে ভরাডুবি দেখতে হলেও নিজের মেয়াদকালে ইউনাইটেডকে দুটি শিরোপা জিতেছেন টেন হাগ। তার অধীনে লিগ কাপ ও এফএ কাপ জিতেছে ইউনাইটেড। যেই সাফল্যকেই নিজেদের উন্নতির মাপকাঠি হিসেবে বিবেচনায় নিয়েছে ক্লাব কর্তারা। ফের তার হাতেই তুলে দেওয়া হয়েছে রেড ডেভিলদের ভাগ্য।

টেন হাগের মেয়াদ বাড়ানো নিয়ে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ড্যান অ্যাশওর্থে বলেন, ‘দুই মৌসুমে দুটি ট্রফি জেতার মাধ্যমে এরিক নিজেকে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম ধারাবাহিক সফল কোচ হিসেবে তুলে ধরতে পেরেছেন। ক্লাবের পর্যালোচনায় সর্বশেষ মৌসুমে উন্নতির জায়গা স্পষ্ট হয়ে উঠেছে। যে কারণে ক্লাব এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এগিয়ে যেতে এবং ভালো ফল পেতে এরিকই আমাদের জন্য সেরা কোচ। এখন আমাদের আরও ধারাবাহিক হওয়া দরকার।’

বাদ পড়ার বদলে উল্টো মেয়াদ বাড়ায় বেশ খুশি টেন হাগ। বলেন, ‘আমাদের অবশ্যই মেনে নিতে হবে যে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাশার মানে পৌঁছাতে এখনো অনেক কঠোর পরিশ্রম করা বাকি, যার অর্থ, ইংলিশ ও ইউরোপিয়ান ট্রফির জন্য লড়াই করা।’

সম্পর্কিত খবর