হলান্ড ম্যাজিকে ইউনাইটেডকে ‘নীল’ করলো সিটি
হলান্ড, হলান্ড ও হলান্ড। এক লাইনে গত রাতের ম্যানচেস্টার ‘ডার্বি’। ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে দলগুলো খেলে ফেলছে ১০টি করে ম্যাচ। কিন্তু নিজেদের চিরচেনা সেই ছন্দ ফিরে পেতে আরও একবার ব্যর্থ প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের এই অবস্থায় হেরেছে অর্ধেক ম্যাচেই। সাম্প্রতিক ফর্ম বা পরিসংখ্যান দুইয়ে মিলিয়েই এগিয়ে ম্যানচেস্টার সিটি। তবুও ডার্বিকে ঘিরে ছিল বাড়তি এক উন্মাদনা। তবে তা পুরোটাই একপেশে বানিয়ে ফেললেন নরওয়েজীয় গোলমেশিন আর্লিং হলান্ড। তার দুই গোল ও এক অ্যাসিস্টে ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে সিটি।
ঘরের মাঠে শুরু থেকেই ছন্দহীন এরিক টেন হাগের শিষ্যরা। শুরু থেকেই তাদের চাপে রাখে সফরকারীরা। ফলাফল যেমনটি হবার ছিল। এগিয়ে গেল সিটি। ম্যাচের ২৬তম মিনিটে। ডি-বক্সের ভেতর গাসমুস হয়লুন পেছনে থেকে ফেলে দেন রদ্রিকে। সেখানেই পেনাল্টি পায় সিটি। এবং কোনো ভুল না করে দলকে এগিয়ে নেন হলান্ড। প্রথমার্ধেই আরেকটি গোল পেতে পারতেন হলান্ড। তবে ওনানার দূর্দান্ত সেইভে সেটি সম্ভব হয়ে উঠেনি।
দ্বিতীয়ার্ধেই মিনিট পাঁচেক না যেতেই ব্যবধান দিগুণ করলো সিটি। বের্নার্দো সিলভা ক্রস থেকে দারুণ এক হেডে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন হলান্ড। আগের মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এবারও আছেন ছন্দে। এ নিয়ে লিগের ১০ ম্যাচে করলেন ১১টি গোল।
পরক্ষণেই হ্যাট্রিক উৎসবে মাততে পারতেন এই ফরোয়ার্ড। তবে সেখানে আরও একবার ঢাল হয়ে দাঁড়ালেন ওনানা। দলকে আরও বড় ব্যবধানের হার থেকে এদিন অনেকটাই রক্ষা করেছেন ইউনাইটেডের এই গোলরক্ষক। শেষ পর্যন্ত হ্যাট্রিকের দেখা না পেলেও তার বাড়িয়ে দেইয়া বল থেকেই এলো পেপ গয়ার্দিওলা শিষ্যদের তৃতীয় গোল। ৮০তম মিনিটে গোলটি করেন ফিল ফোডেন।
এই জয়ে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো সিটি। অপরদিকে সমান সংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে ইউনাইটেড। ২৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে টটেনহাম হটস্পার।