এক মিলানের জয়ের রাতে আরেক মিলানের ড্র

এক মিলানের জয়ের রাতে আরেক মিলানের ড্র

সিরি আ-তে ঘরের মাঠে রোমার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ইন্টার মিলান। অপরদিকে নাপোলির সাথে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-২ গোলে ড্র করলো এসি মিলান।

৬৩ শতাংশ বলের দখল ও ১৯ টি শট নিয়ে ম্যাচের বেশিরভাগ সময়েই আধিপত্য ধরে রেখেছিলো ইন্টার মিলানের খেলোয়াড়েরা। একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পাচ্ছিলো না তারা। অবশেষে ৮১তম মিনিটে ক্রস থেকে বল জালে জড়ান ফ্রেঞ্চ খেলোয়াড় মার্কোস থুরাম। জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

আরেক ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চলে এসি মিলান ও নাপোলির মধ্যে। প্রথমার্ধে ২২ ও ৩১তম মিনিটে দলের হয়ে জোড়া গোল করেন অলিভার জিরু। দুটি গোলই তিনি পান হেড থেকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জ্বলে উঠে নাপোলির ফরোয়ার্ড লাইন। ৫০তম মিনিটে পলিতানো এবং ৬৩তম মিনিটে রাস্পাদোরি গোল করে দলকে সমতায় ফেরান। এরপরও উভয় দল একের অধিকবার সুযোগ তৈরি করেও গোল আদায় করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।

এই জয়ের মাধ্যমে ২৫ পয়েন্টে নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো ইন্টার মিলান। এসি মিলান ও নাপোলি রয়েছে যথাক্রমে ৩য় এবং ৪র্থ স্থানে।

সম্পর্কিত খবর