মেসির অষ্টম ব্যালন ডি’অর
গুঞ্জনই হলো সত্যি। ব্যালন ডি'অর জিতলেন মেসি। সপ্তাহ দুয়েক আগ থেকেই ইউরোপীয় গণমাধ্যমগুলোতে গুঞ্জন উঠে, মেসির হাতেই উঠতে চলেছে এবারের পুরুষ খেলোয়াড়ের পুরস্কার। অবশেষে আজ এলো আনুষ্ঠানিক ঘোষণা। ইংলিশ কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের হাত থেকে সেই পুরস্কার গ্রহণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি।
২০০৯ সালে প্রথমবারের মতো ব্যালন ডি'অর জেতার পর রেকর্ড অষ্টমবারের মতো এটি জিতলেন মেসি। এদিন অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন তিন ছেলে ও তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। এছাড়াও তারকা ফুটবলারদের ভিড়ে নজর কাড়ে টেনিস তারকা নোভাক জোকোভিচের উপস্থিতি।
গত বছর পরিবর্তিত নিয়ম অনুযায়ী পুরো বছরে বদলে আগস্ট থেকে জুলাই (১ আগস্ট থেকে ৩১ জুলাই), অর্থাৎ ইউরোপিয়ান ফুটবলের একটি মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় দেয়া হলো এই খেতাব। পিএসজির হয়ে গত মৌসুমে মেসি জেতেন লিগ ওয়ানসহ দুটি শিরোপা। তবে খেতাবটির ভীত গড়েছিল ২০২২ কাতার বিশ্বকাপে। ৭ গোল করে জিতেছিলেন টুর্নামেন্ট সেরার খেতাব 'গোল্ডেন বল'। সেখান থেকে বছর না পেরোতেই আরেক গোল্ডেন বল পেলেন এই আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড। পেছনে ফেলেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে।
অন্যান্য পুরস্কারের মধ্যে বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জেতেন স্প্যানিশ বিশ্বকাপজয়ী নারী ফুটবলার আইতানা বোনমাতি। প্রথমবারের মতো ব্যালন ডি'অর জিতলেন তিনি। এছাড়া সেরা তরুণ খেলোয়াড়ের কোপা ট্রফি জেতেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। সেরা স্ট্রাইকারের জার্ড মুলার ট্রফি জেতেন আর্লিং হলান্ড।
এক নজরে কে কোন পুরস্কার জিতছেন
বর্ষসেরা পুরুষ খেলোয়াড়– লিওনেল মেসি (আর্জেন্টিনা, পিএসজি/ইন্টার মায়ামি)
বর্ষসেরা নারী খেলোয়াড়– আইতানা বোনামাতি (স্পেন, বার্সেলোনা)
বর্ষসেরা ক্লাব (পুরুষ)– ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড)
বর্ষসেরা ক্লাব (নারী)– বার্সেলোনা (স্পেন)
লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক)– এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা, অ্যাস্টন ভিলা)
জার্ড মুলার ট্রফি (সেরা স্ট্রাইকার)– আর্লিং হলান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি)
সক্রেটিস অ্যাওয়ার্ড (দাতব্য কাজে সম্পৃক্ততা)– ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ)
কোপা ট্রফি (অনূর্ধ্ব ২১ বছর বয়সী সেরা খেলোয়াড়)– জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ)