বাঁচা-মরার লড়াইয়ের আগে যা বললেন আর্জেন্টাইন কোচ
মরক্কোর বিপক্ষে ড্রটা হাতে ধরা দিতে দিতেও হারিয়ে গেছে আর্জেন্টিনার। ফলে এখন পরের রাউন্ডে যেতে হলে দুই ম্যাচেই জিততে হবে আকাশী সাদাদের। ইরাকের বিপক্ষে আজ সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে নামবে কোচ হাভিয়ের মাসচেরানোর দল। এই ম্যাচের আগে তিনি জানালেন, এমন পরিস্থিতিতে সঠিক প্রতিক্রিয়াটা দেখাতে হবে তার দলকে।
প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে আর্জেন্টিনা। এরপরই মরক্কান সমর্থকরা নেমে আসেন মাঠে। যার ফলে খেলা বন্ধ থাকে ৯০ মিনিট। এরপর তা শেষে মাঠে নেমে আসার পর বাতিল হয় আর্জেন্টিনার সে গোল। ম্যাচটা ২-১ গোলে হারে আর্জেন্টিনা।
সে ম্যাচ নিয়ে এখন আর ভাবছে না দলটা। মাসচেরানো জানালেন, ‘মরক্কো ম্যাচে যা হয়েছে, তা আমরা ঝেরে ফেলেছি আমরা। তবে বিষয়টা বিপদজনক, কারণ জিততে মরিয়া হয়ে দলগুলো এখন এমন সমস্যাই সৃষ্টি করতে চাইবে, এটা একটা অজুহাত হয়ে যাবে সব দলের।’
এখন আর্জেন্টিনার লক্ষ্য সামনের ম্যাচগুলো। তিনি বললেন, ‘আমরা ইরাকের বিপক্ষে জিততে চাই। তাহলে ইউক্রেনের বিপক্ষে জয় তুলে নিয়ে আমাদের পরের রাউন্ডে যাওয়ার আশা টিকে থাকবে।’
নিজেদের গ্রুপে মরক্কোর বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা। বাকি আছে ইরাক আর ইউক্রেন ম্যাচ। সব মিলিয়ে গ্রুপটা কঠিনই ঠেকছে মাসচেরানোর কাছে। তিনি বলেন, ‘আমাদের গ্রুপটা তুলনামূলক কঠিন। বিশেষ করে প্রথম ম্যাচের পর তো অবশ্যই। কিন্তু আমাদের জানতে হবে কী করে এমন পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখাতে হয়। পরের দুই ম্যাচে তাই দেখাতে হবে, তাহলেই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পাব আমরা।’