রিয়ালের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি বাড়ালেন ভিনিসিয়ুস
আক্রমণভাগে দাপট দেখিয়ে প্রতিপক্ষকে নাজেহাল করা ফুটবলারদের নামের মধ্যে বর্তমানে উল্লেখযোগ্য একটি নাম ভিনিসিয়ুস জুনিয়র। তার বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানায় লা লিগা ক্লাবটি।
২০১৮ সালে নিজ দেশের ক্লাব ফ্লামেঙ্গো থেকে মাদ্রিদে পাড়ি জমান ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিয়ুস। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২৩৫ ম্যাচে করেছেন ৬৩টি গোল। ২০২২ আসরের চ্যাম্পিয়নস লিগ শিরোপা, দুটি লা লিগা শিরোপাসহ জিতেছেন মোট নয়টি শিরোপা।
মাদ্রিদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তিনি বলেন, “হ্যালো মাদ্রিদ সমর্থকরা, আমি ক্লাবের সাথে আমার চুক্তি বাড়িয়ে খুবই খুশি। এটা আমার কাছে স্বপ্নের মতো।”
তিনি আরও বলেন, “আমি আশা করি আরও অনেক বছর আমি এখানেই থাকবো, দলের জন্যে প্রচুর গোল করবো এবং দলকে আরও শিরোপা জেতাবো।”