অলিম্পিকে গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা

অলিম্পিকে গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা

প্রথম ম্যাচে হারের পর আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে যাওয়া নিয়ে জেগেছিল শঙ্কা। তবে গতকাল ইরাককে উড়িয়ে দিতে সে শঙ্কা গেছে উবে। নিজেদের গ্রুপ ‘বি’ এর শীর্ষেও উঠে গেছে কোচ হাভিয়ের মাসচেরানোর দল।

মরক্কোর বিপক্ষে হারের পর আর্জেন্টিনা ছিল গ্রুপের তৃতীয় স্থানে। তবে দ্বিতীয় ম্যাচেই বদলে গেল গ্রুপের পয়েন্ট টেবিলের চেহারা। প্রথম ম্যাচে হারা ইউক্রেনও যে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে! মরক্কোকে হারিয়েছে ২-১ গোলে।

এর ফলে বি গ্রুপের সবকটি দলের ঝুলিতেই জমা পড়ল ৩ পয়েন্ট করে। আর্জেন্টিনা এগিয়ে আছে গোল ব্যবধানে। গতকাল ইরাকের বিপক্ষে ৩-১ গোলে পাওয়া জয় বেশ উপকার করেছে তাদের।

আর্জেন্টিনার গোল ব্যবধান +১। ওদিকে ইউক্রেন আর মরক্কোর গোল ব্যবধান ০। আর আর্জেন্টিনার কাছে গত রাতে হারা ইরাক আছে -১ গোল নিয়ে সবার শেষে।
শেষ ম্যাচে আর্জেন্টিনা খেলবে ইউক্রেনের বিপক্ষে। আর মরক্কো মুখোমুখি হবে ইরাকের। ৩০ জুলাইয়ের এই দুই ম্যাচ তাই এখন থেকেই রোমাঞ্চের আভাস দিচ্ছে।

সম্পর্কিত খবর