সিটিকে হারিয়ে বার্সায় ফ্লিক যুগের শুরু
হ্যানসি ফ্লিক বার্সেলোনার কোচ হয়ে এসেছেন কিছু দিন হয়ে গেল। তবে মাঠের খেলায় অভিষেকটা হলো আজ। ম্যানচেস্টার সিটিকে পেনাল্টি শ্যুটআউটে ৪-১ ব্যবধানে হারিয়ে সে যাত্রাটা ভালোভাবেই শুরু হলো ফ্লিকের।
ঝড়ের কারণে ম্যাচটা শুরু হতে ৮০ মিনিট দেরি হয়েছে। তবে ম্যাচ শুরুর পর দুই দল গতিময় ফুটবল দিয়ে দর্শকদের অপেক্ষার উষ্মা ভুলিয়ে দেন। ১১ মিনিটে আর্লিং হালান্ডের শট বার্সেলোনার গোল লাইন পার করে ফেললেও লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায় তা। ফলে গোল পায়নি ম্যানসিটি।
এরপর ২৩ মিনিটে পাউ ভিক্তরের গোলে এগিয়ে যায় বার্সা। ৩৯ মিনিটে নিকো ও’রাইলির গোলে তার জবাব দেয় সিটি। যোগ করা সময়ে পাবলো তোরে গোল করে আবারও বার্সাকে এগিয়ে দেন ম্যাচে। তবে ৬০ মিনিটে জ্যাক গ্রিলিশের গোল ম্যাচে আবারও সমতা ফেরায়।
শেষমেশ খেলাটা গড়ায় পেনাল্টিতে। সেখানে বার্সেলোনার রিজার্ভ গোলরক্ষক আন্দের আস্ত্রালাগা তিনটি পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান। তাতে ভর করেই বার্সেলোনা টাইব্রেকারে পায় ৪-১ গোলের জয়।
যুক্তরাষ্ট্র সফরে বার্সেলোনা আরও দুটো ম্যাচ খেলবে। আগামী ৪ ও ৭ আগস্ট যথাক্রমে রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের বিপক্ষে দুটো ম্যাচ খেলবে ফ্লিকের শিষ্যরা।
যুক্তরাষ্ট্র সফরে এখনও জয়ের খাতা খুলতে পারেনি ম্যানসিটি। এর আগে সেল্টিক আর এসি মিলানের কাছে হেরেছে দলটা। শনিবার চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করবে কোচ পেপ গার্দিওলার দল।