ইউনাইটেড-আর্সেনালের হোঁচটের রাতে চেলসি-লিভারপুলের জয়
স্থানীয় সময় বুধবার রাতে ইএফএল কাপের ম্যাচে মাঠে নেমেছিলো ইংলিশ জায়ান্টরা। শেষ ষোলোর নিজেদের ম্যাচে জয় পায় লিভারপুল ও চেলসি। তবে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল।
ডারউইন নুনেস ও কোডি গ্যাকপোর গোলে বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে লিভারপুল। অন্যদিকে ব্ল্যাকবার্ন রোভার্সকে ২-০ গোলে হারিয়েছে চেলসি।
তবে একই রাতে শেষ আটে পৌঁছাতে পারে নি ম্যানচেস্টার ইউনাইটেড। নিউক্যাসেলের বিপক্ষে ৩-০ গোলের লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয়েছে দলটিকে। হারের মুখ দেখা আরেক দল হলো আর্সেনাল। ৩-১ গোলে ওয়েস্ট হ্যামের বিপক্ষে হেরেছে মিকেল আর্তেতার দল।