যুক্তরাষ্ট্রের ক্লাবে পাড়ি জমালেন রয়েস

যুক্তরাষ্ট্রের ক্লাবে পাড়ি জমালেন রয়েস

জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছাড়ছেন মার্কো রয়েস, এই ঘোষণা ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগেই জানিয়েছিলেন তিনি। তবে তার পরবর্তী ক্লাব কোনটি হবে এ বিষয়ে কোনো ইঙ্গিতই দেননি রয়েস। এবার আনুষ্ঠানিকভাবে জানালেন যে, যুক্তরাষ্ট্রের ক্লাব এলএ গ্যালাক্সিতে যোগ দিচ্ছেন ৩৫ বয়সী এই তারকা ফরোয়ার্ড।

গেল মৌসুমের শেষেই বরুশিয়ার সঙ্গে চুক্তি শেষ হয়েছিল রয়েসের। দীর্ঘ এক যুগ খেলেছেন হলুদ-কালো জার্সি গায়ে। নিজের সিদ্ধান্তেই চুক্তি আর বাড়াননি তিনি। ফর্মটাও আর আগের মতো নেই। তাই নতুন কোথাও খেলার অভিজ্ঞতা পেতে চেয়েছিলেন তিনি।

ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, জুলাই মাসেই উভয় পক্ষের মধ্যে মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছিল। তবে রয়েসের বেতন নিয়ে কিছু দরকষাকষি বাকি থাকায় যুক্তরাষ্ট্রে যাওয়া বিষয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। অবশেষে সেই শঙ্কাও দূর হয়েছে।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তি সেরেছেন রয়েস। তবে চাইলেই চুক্তি নবায়নের সুযোগ থাকছে। চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করতে আজ বৃহষ্পতিবার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা আছে তার। মেডিকেল পরীক্ষাও আজ সম্পন্ন করা হয়ে যাবে বলে জানা গেছে।

গত একযুগে বরুশিয়ার হয়ে মোট ৪২৯টি ম্যাচ খেলেছেন রয়েস। যেখানে মোট ১৭০ গোল ও ১৩১টি অ্যাসিস্ট করে ক্লাবটির কিংবদন্তির তালিকায়ও নাম লিখিয়েছেন এই জার্মান তারকা।

সম্পর্কিত খবর