মনপেলিয়েকে হারিয়ে শীর্ষে পিএসজি
লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে মনপেলিয়েকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো পিএসজি। দলের হয়ে আজ (শনিবার) কিলিয়ান এমবাপে গোল না পেলেও তার সতীর্থরা ঠিকই হাল ধরেছে।
ম্যাচের ১০ম মিনিটেই লি-ক্যাংয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধ জুড়ে আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে গোলের জন্য বেশ চাপ প্রয়োগ করতে থাকে এমবাপেরা। ৫৮তম মিনিটে এমেরি এবং ৬৬তম মিনিটে ভিতিনহার গোলে ব্যবধান বাড়ায় পিএসজি। অবশেষে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।
এই জয়ের মাধ্যমে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করলো পিএসজি। ১১ ম্যাচে ৭ জয়, ১ হার ও ৩ ড্র-এর পর ২৪ পয়েন্ট নিয়ে বেশ শক্ত অবস্থানেই আছে তারা।