মেসি মাঠে ফিরছেন খুব দ্রুতই

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:৫৩ পিএম | ২১ আগস্ট, ২০২৪

লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে সবশেষ ম্যাচটা খেলেছিলেন গেল ১৫ জুলাই। তবে সে ম্যাচে অ্যাঙ্কেলের চোট তাকে পুরো ম্যাচ খেলতে দেয়নি, যদিও তার দল কোপা আমেরিকার শিরোপাটা ঠিকই জিতেছিল। মেসি এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন। সেই তিনি ফেরার খুব কাছাকাছিই আছেন, জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম।

গেল মাসে কোপা আমেরিকার ফাইনালের পর থেকে ক্লাব ইন্টার মায়ামির হয়ে একটা ম্যাচেও খেলেননি মেসি। জাতীয় দলের হয়েও আগামী সেপ্টেম্বরের উইন্ডোতে খেলতে নামছেন না মেসি। তাকে ছাড়াই দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

৮ বারের ব্যালন ডি অর জয়ী শিগগিরই মাঠে ফিরছেন না, আর্জেন্টিনার স্কোয়াড দেখে তাই মনে হচ্ছিল। তবে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানিয়েছে উল্টো খবর। মেসি ফুল ফিট হওয়ার খুব কাছাকাছিই আছেন। যার ফলে তিনি মাঠেও ফিরবেন আগামী মাসেই।

আগামী ১৪ সেপ্টেম্বর নিজেদের মাঠে ফিলাডেলফিয়া ইউনিয়নে মুখোমুখি হবে তার দল ইন্টার মায়ামি। সেই ম্যাচ দিয়ে প্রায় ২ মাস পর মাঠে নামবেন মেসি।

সেই ম্যাচকে পাখির চোখ করে মেসি এগোচ্ছেন। তার পুনর্বাসন প্রক্রিয়ার তীব্রতা বাড়ছে ধীরে ধীরে। শিগগিরই তিনি তার বাকি সতীর্থদের সঙ্গে অনুশীলন মাঠেও ফিরে আসবেন।

খেলার দুনিয়া | ফলো করুন :